জনপ্রিয় ইসলামিক ফেসবুক গ্রুপের নাম

ইসলামিক ফেসবুক গ্রুপের নাম

ইসলামিক ফেসবুক গ্রুপের নাম

বর্তমান বিশ্বে অন্যতম যোগাযোগ মাধ্যম হচ্ছে ফেসবুক। দিন দিনি ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা বেড়েই চলছে। একটা সময় পর্যন্ত ফেসবুক শুধু যোগাযোগের মাধ্যম হিসাবে ব্যবহার হলেও এখন এটি ইসলামী দাওয়াতের অনেক বড় মাধ্যম হিসাবে ব্যবহার হয়ে আসছে।

অনেক ভাই আছেন যারা ফেসবুকের মাধ্যম দ্বীনি খেতমত করতে চান। একটি গ্রুপ খোলে ইসলামী পোস্ট দিতে চান। ইসলামের আলো ছড়িয়ে দিতে চান এক প্রান্ত থেকে আরেক প্রান্তে।

তবে, অনেক ভাই রয়েছেন যারা গ্রুপের নাম নিয়ে নানা দ্বিধায় থাকেন। কারণ, একটি আকর্ষণীয় ইসলামিক ফেসবুক গ্রুপের নাম নির্বাচন সৃজনশীলতার প্রতীক। একটি নাম দেখেই একজন মানুষ একটি গ্রুপে এড হয়। গ্রুপের নাম ভালো না হলে যত পোস্ট দেওয়া হোক না কেন গ্রুপ চালানো শেষ পর্যন্ত কষ্টকর হয়ে উঠে। তাই, ফেসবুক গ্রুপ খোলার আগে ভালো ইসলামিক ফেসবুক গ্রুপের নাম সিলেক্ট করতে হবে।

নামের বিষয়টি মাথায় নিয়ে একটি ইসলামিক গ্রুপের নাম এর তালিকা তৈরি করেছি। যেখান থেকে আপনারা আপনাদের গ্রুপের নামের আইডিয়া পাবেন।



 

আরও পড়ুন: জনপ্রিয় কয়েকটি ইসলামিক ফেসবুক আইডির নাম

 

 ইসলামিক ফেসবুক গ্রুপের নামের তালিকা-

    • আসসালামু আলাইকুম।
    • আলোর দিশারী।
    • আলোর পথিক।
    • বিশ্বাসী সত্যের সন্ধানে।
    • এসো আলোর পথে।
    • এসো মহান রবের দিকে।
    • এসো আল্লাহর পথে।
    • এসো কুরআনের মহিমায়।
    • এসো শান্তির আঙিনায়।
    • ইসলামিক নুরে নুরান্বিত।
    • জীবন রাঙাতে কোরআন।
    • দুদিনের মূসাফির।
    • মহান রবের গোলাম।
    • করুণার ভিখারী।
    • হারিয়ে যাবো একদিন।
    • উম্মাহর পথের কান্ডারী।
    • জানার নাম ইসলাম।
    • এসো শান্তির পথে।
    • আলোর পতাকা।
    • এসো ইসলামের পথে।
    • ইসলামের পতাকা।
    • Subhanallah।
    • সুবহানাল্লাহ।
    • আস্তাগফিরুল্লাহ।
    • Astagfirullah।
    • ঈ সুন্দর জীবন।
    • মা ইসলামের ইতিহাস।
    • নদার মুসলিম।
    • যারা নামাজ পড়ো, তারা এসো।
    • প্রার্থনা কারী।
    • চার মাজহাব।
    • জান্নাত।
    • ইসলামের বানী।
    • Bismillah।
    • নামাজের গুরুত্বপূর্ণ আলোচনা।
    • আদি পিতা।
    • বড় চার কিতাব।
    • ফজর থেকে এশা।
    • সর্বশেষ কিতাব আল কুরআন।
    • গুরুজন।




    • মাশাআল্লাহ।
    • Jazakallahu Khayran।
    • জাজাকাল্লাহু খায়রান।
    • বিসমিল্লাহ।
    • নামাজ বেহেশতের চাবি।
    • Islamic Reminder।
    • ইসলামিক রিমাইন্ডার।
    • ইসলামিক গাইড।
    • হাদিস।
    • Muslim Ummah।
    • মুসলিম উম্মাহ ।
    • মুসলিম জাতি।
    • দাওয়াত।
    • দ্বীনি আলোচনা।
    • ফি আমানিল্লাহ।
    • Fi আমানিল্লাহ।
    • তসবীহ ।
    • জিহাদ।
    • দাওয়াত।
    • Islamic group।
    • হেফাজত  ।
    • তাওবাহ।
    • পর্দা – The Sign of Modesty।
    • The Sign of Modesty।
    • ইসলাম।
    • ইলাহি।
    • Deen Islam।
    • দ্বীন ইসলাম।
    • নামাজ।
    • দ্বীন ।
    • ইসলামিক রিমাইন্ডার।
    • তাকবির।
    • পর্দা।




 

উপরের তালিকা থেকে যে কোন ইসলামিক ফেসবুক গ্রুপের নাম আপনি আপনার গ্রুপের জন্য সিলেক্ট করতে পারেন। পোস্টটি ভালো লাগলে শেয়ার করবেন। ধন্যবাধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button