ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ডিসেম্বরে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কবে
২০২৪-২৫ সেশনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি)ভর্তি পরীক্ষা ডিসেম্বরের শেষ সপ্তাহে অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। সোমবার (১৪ অক্টোবর) ঢাবির ডিনস কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভাশেষে বিষয়টি নিশ্চিত করে ডিনস কমিটির একাধিক সদস্য বলেন, প্রাথমিকভাবে ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে, এখনো চূড়ান্ত হয়নি। ভর্তি কমিটি করার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
ভর্তি পরীক্ষার ইউনিট
এবার চারটি ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সেগুলো হলো-
- বিজ্ঞান অনুষদ।
- কলা, আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদ।
- ব্যবসায় শিক্ষা অনুষদ।
- চারুকলা অনুষদ।
আরও পড়ুন:
ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি সার্কুলার ২০২৪-২০২৫
ভর্তি পরীক্ষার স্থান
চারুকলা অনুষদ বাদে ঢাকাসহ ৮টি বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা অনুষ্টিত হবে। বিভাগীয় কেন্দ্রসমূহ হচ্ছে—
- ঢাকা বিশ্ববিদ্যালয়।
- রাজশাহী বিশ্ববিদ্যালয়।
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়।
- খুলনা বিশ্ববিদ্যালয়।
- বরিশাল বিশ্ববিদ্যালয়,
- বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।
##