পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২১

pust.ac.bd

২০২০-২১ শিক্ষাবর্ষের পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই বিজ্ঞপ্তিটি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে (pust.ac.bd) প্রকাশ করা হয়। গুচ্ছভুক্ত ২০টি বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা এই ভর্তি পক্রিয়ায় আবেদন করতে পারবে। আজ আমরা এই পোস্টের মাধ্যমে পাবিপ্রবি ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২১ সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করবো।

পাবিপ্রবি ভর্তি সার্কুলার ২০২০-২১

পাবিপ্রবি ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২১

প্রতিষ্ঠানের নাম- পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

ভর্তি আবেদন শুরু- ২০ নভেম্বর ২০২১

ভর্তি আবেদন শেষ- ০৫ ডিসেম্বর ২০২১

ভর্তি আবেদন লিংক- https://pust.ac.bd/admission/undergraduate

ক্লাস শুরু- ১৬ জানুয়ারি ২০২২


আবেদন ফরমের মূল্য

 

ক) ভর্তি আবেদন ফি- ৬০০ টাকা।

খ) আর্কিটেকচার বিভাগে আবেদনের ক্ষেত্রে ৬০০/- + ১০০/-(অতিরিক্ত) টাকা।

 

ভর্তি আবেদনের প্রাথমিক যোগ্যতা

 

ক) ২০১৭ অথবা ২০১৮ সালে এসসসি বা সমমান পাশ।

খ) ২০১৯ বা ২০২০ সালে এইচএসসি বা সমমান পাশ।

গ) গুচ্ছ ভর্তি পরীক্ষায় ৩০ নম্বর বা এর অধিক নম্বর প্রাপ্ত শিক্ষার্থীরা এই ভর্তি পক্রিয়ায় আবেদন করতে পারবে।

ঘ) একজন প্রার্থী একবার আবেদন করতে পারবে।

ঙ) ভর্তি সংক্রান্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের নির্দেশনা অনুযায়ী অনলাইনে আবেদন করতে হবে।

 

সকল বিশ্ববিদ্যালয় ভর্তি সার্কুলার ২০২০-২১ দেখুন 

 

 

 

অনুষদ ভিত্তিক আবেদনের ন্যূনতম যোগ্যতা

 

ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদ

ভর্তির শর্ত- 

ক) উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পদার্থবিজ্ঞান বিষয়ে ৩.৫, রসায়ন বিষয়ে ৩.৫ এবং গণিত বিষয়ে ৩.৫ পেতে হবে।

খ) স্থাপত্য বিভাগে ভর্তি হতে হলে অতিরিক্ত ৩০ নম্বরের ড্রয়িং পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এ সংক্রান্ত বিস্তারিত বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইটে পাওয়া যাবে।

বিজ্ঞান অনুষদ

ক) বিজ্ঞান অনুষদে ভর্তির ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পদার্থবিজ্ঞান বিষয়ে ৩.৫, রসায়ন বিষয়ে ৩.৫ এবং গণিত বিষয়ে ৩.৫ পেতে হবে।

খ) ফার্মেসি বিভাগে ভর্তির ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পদার্থবিজ্ঞান বিষয়ে ৩.৫, রসায়ন বিষয়ে ৩.৫ এবং জীব বিজ্ঞান বিষয়ে ৩.৫ পেতে হবে।

জীব ও ভূ-বিজ্ঞান অনুষদ

ভর্তির শর্ত- 

ক) উচ্চ মাধ্যমিক পরীক্ষায় গণিত বিষয়ে ৩.৫ অথবা জীব বিজ্ঞান বিষয়ে ৩.৫ অথবা ভূগোল ও পরিবেশ বিষয়ে ৩.৫ পেতে হবে।

মানবিক ও সামাজিক বিজ্ঞান

ভর্তির শর্ত- 

শুধু অর্থনীতি বিভাগে ভর্তির ক্ষেত্রে এইচএসসিতে গণিত বিষয়ে ৩.৫ অথবা পরিসংখ্যান বিষয়ে ৩.৫ অথবা অর্থনীতি বিষয়ে ৩.৫ অথবাঅর্থনীতি ও বাণিজ্যিক ভূগোল বিষয়ে ৩.৫ থাকতে হবে।

বিজনেস স্টাডিজ অনুষদ

ক) শর্ত প্রযোজ্য নয়।

 

 

 

আবেদনের নিয়মাবলী

ক) প্রার্থীকে বাংলাদেশের নাগরিক হতে হবে।

খ) প্রার্থী বিদেশী নাগরিক হলে সেক্ষেত্রে পররাষ্ট্রমন্ত্রণালয়ের মাধ্যমে যথাযথ নিয়ম মেনে আবেদন করতে হবে।

গ) বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে (admission2021.pust.ac.bd) অনলাইনে আবেদন করতে হবে।

খ) ভর্তি আবেদনের ফি, জমাদানের পদ্ধতি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেওয়া আছে। সেখান থেকে দেখে নিতে হবে।

গ) যাদের কোটা রয়েছে তারা আবেদনের সময় কোটা অপশন সিলেক্ট করতে হবে। নির্দিষ্ট কোটা আবেদনের মধ্যে রয়েছে- ক) মুক্তিযোদ্ধা কোটা খ) শারীরিক প্রতিবন্ধী কোটা, গ) ক্ষুদ্র নৃগোষ্ঠি কোটা এবং ঘ) পোষ্য কোটা।

ঘ) ভর্তির নিমিত্তে প্রকাশিত মেধা তালিকায় স্থান প্রাপ্ত প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণের পর চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ করা হবে।

পাবিপ্রবি সর্বশেষ ভর্তি সার্কুলার ২০২০-২১

২০২০-২১ শিক্ষাবর্ষের পাবিপ্রবি ভর্তি বিজ্ঞপ্তির সার্কুলার ডাউনলোড করতে চাইলে নিচের ‘পাবিপ্রবি ভর্তি বিজ্ঞপ্তি ডাউনলোড’ অপশন থেকে ডাউনলোড করে নিন।

পাবিপ্রবি ভর্তি বিজ্ঞপ্তি’ ডাউনলোড করুন

 

 

সমাপ্ত– 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button