প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল ২০২৩ | ৫ম শ্রেণীর বৃত্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩
প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল দেখার নিয়ম
পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষার ফলাফল ২০২৩
দীর্ঘ ১৩ বছর পর আবার চালু হয়েছে প্রাথমিকস্তরের পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষা। পিএসসি পরীক্ষা তুলে দেওয়ার কারণে এবছর আবার পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষা শুরু হলো।
২০২২ সালের ৩০ ডিসেম্বর ৫ম শ্রেণীর বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এই বৃত্তি পরীক্ষায় আওতায় প্রায় ৬ লাখ শিক্ষার্থী অংশ নিয়েছে। এবারের পরীক্ষায় ৮২ হাজার ৫০০ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হবে।
এক নজরে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২২
- পরীক্ষার নাম- প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২২।
- পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তারিখ- ৩০ ডিসেম্বর ২০২২।
- পরীক্ষার বিষয়- বাংলা, ইংরেজি, গণিত ও বিজ্ঞান (৪টি)।
- পরীক্ষার মোট নম্বর- ১০০ নম্বর (প্রতিটি ২৫ নম্বর)।
- পরীক্ষার পদ্ধতি- বহু নির্বাচনী ও লিখিত (৪০ শতাংশ লিখিত ও ৬০ শতাংশ এমসিকিউ)।
- পরীক্ষার সময়- ২ ঘন্টা।
- মোট পরিক্ষার্থী- প্রায় ৬ লাখ ।
- মোট বৃত্তি পাবে- ৮২ হাজার ৫০০ শিক্ষার্থী।
- ফলাফল প্রকাশের তারিখ- প্রকাশিত হয়নি।
- ফলাফলের ওয়েবসাইট- http://www.dpe.gov.bd
- ফলাফলের লিঙ্ক: http://180.211.137.51/
প্রাথমিকে বৃত্তি পাবে কতজন শিক্ষার্থী?
পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষা ২০২২ এর আওতায় মোট ৮২ হাজার ৫০০ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হবে। তার মধ্যে, ৩৩ হাজার শিক্ষার্থীকে ট্যালেন্টপুল এবং ৪৯ হাজার ৫০০ শিক্ষার্থীকে সাধারণ গ্রেডে বৃত্তি প্রদান করা হবে বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
প্রাথমিকে বৃত্তি প্রদানের পদ্ধতি
ট্যালেন্টপুলে বৃত্তির ক্ষেত্রে-
একটি উপজেলায় মোট অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সংখ্যা বিবেচনায় নিয়ে মোট বৃত্তির ৫০ শতাংশ ছাত্র এবং ৫০ শতাংশ ছাত্রীদের মধ্যে মেধা অনুসারে বৃত্তি প্রদান করা হবে।
সাধারণ গ্রেডে বৃত্তির ক্ষেত্রে-
ইউনিয়ন এবং ওয়ার্ডভিত্তিক ৩ জন ছাত্রী হিসেবে ৪৯ হাজার ৫০০ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হবে।
প্রাথমিকে বৃত্তিপ্রাপ্তরা কত টাকা পাবে?
ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্তরা মাসিক ৩০০ টাকা এবং সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্তরা মাসিক ২২৫ টাকা করে পাবে।
বৃত্তি পরীক্ষার ফলাফল দেখার উপায়
- প্রথমে এই লিঙ্কে (http://www.dpe.gov.bd) ক্লিক করতে হবে। অথবা লিঙ্কটি কপি করে যে কোন ব্রাউজারে সার্চ দিতে হবে।
- তারপর যে পেজ আসবে সেখান থেকে উপরের ”সমাপনী ও বৃত্তির ফলাফল” ক্যাটাগরিতে ক্লিক করতে হবে।
- তারপর যে পেজ আসবে সেখানে ”নির্বাচন করুন” লিঙ্কে ক্লিক করতে হবে।
- নির্বাচন করুন লিঙ্কে ক্লিক করলে ৩টি অপশন আসবে। সেখানে লিখা থাকবে-
১) রোল নাম্বার অনুসারে একক ফলাফল।
২) আইডি অনুসারে একক ফলাফল।
৩) বিদ্যালয় ভিত্তিক ফলাফল।
- এখান থেকে রোল নাম্বার অনুসারে ”একক ফলাফল অপশনে” ক্লিক করে পরীক্ষার নাম, পরীক্ষার সন, বিভাগ, জেলা, উপজেলা/থানা সিলেক্ট এবং পরীক্ষার রোল নং দিয়ে একজন পরীক্ষার্থী তার রেজাল্ট দেখতে পারবে।
- এছাড়া, কোন শিক্ষার্থী বা শিক্ষক ”বিদ্যালয় ভিত্তিক ফলাফল” অপশনে ক্লিক করে পরীক্ষার নাম, পরীক্ষার সন, বিভাগ, জেলা, উপজেলা/থানা, ওয়ার্ড/ইউনিয়ন, বিদ্যালয়ের ধরণ, বিদ্যালয়ের নাম সিলেক্ট করে পুরো বিদ্যালয়ের ফলাফল দেখতে পারবেন।
প্রাথমিক বৃত্তি রেজাল্ট দেখার লিংক?
প্রাথমিক বৃত্তি পরীক্ষার লিঙ্ক এবং প্রাথমিক বৃত্তি পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম উপরে উল্লেখ্য করা হয়েছে। তবে, পাঠকদের সুবিধার্তে এখানে আবার দেওয়া হলো। প্রাথমিক বৃত্তি রেজাল্ট দেখার লিংক হচ্ছে http://www.dpe.gov.bd . তবে কেউ চাইলে এই http://180.211.137.51/ লিঙ্কে সরাসরি ফলাফলের পেজে যেতে পারবেন।
####
Related Keyword: প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষার ফলাফল ২০২৩, পিএসসি বৃ্ত্তি রেজাল্ট, প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল ২০২৩ দেখার পদ্ধতি, প্রাথমিক বিদ্যালয়ের পিএসসি বৃত্তি রেজাল্ট ২০২২-২০২৩, প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল ২০২৩, প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল ২০২৩ দেখার পদ্ধতি, প্রাথমিক বৃত্তি পরীক্ষার রেজাল্ট ২০২২, প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল ২০২২, প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল দেখার নিয়ম, বৃত্তি পরীক্ষার ফলাফল দেখার উপায়, কিভাবে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল ২০২৩ দেখা যাবে?, কিভাবে জানবো প্রাথমিক বৃত্তি পরিক্ষার রেজাল্ট, কবে দেবে প্রাথমিক বৃত্তি পরিক্ষার রেজাল্ট ২০২২, সকল জেলার পিএসসি পরীক্ষার রেজাল্ট ২০২২, প্রাথমিক বৃত্তি পরিক্ষার ফলাফল ২০২৩ pdf, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, http://www.dpe.gov.bd, প্রাথমিক বৃত্তি পরীক্ষার রেজাল্ট ২০২২, Primary scholarship result, Primary scholarship result 2022, Primary scholarship result 2023।
One Comment