মেডিকেল ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪-২০২৫। এমবিবিএস ভর্তি সার্কুলার

এমবিবিএস ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫

মেডিকেল ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫

দেশের সরকারী ও বেসরকারী মেডিকেল ভর্তি পরীক্ষার সার্কুলার ২০২৫। মেডিকেল ভর্তি নোটিশ ও আবেদন যোগ্যতা ২০২৪-২৫ প্রকাশিত হবে। মেডিকেল ভর্তি পরীক্ষা ২০২৫ প্রকাশ করবে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। বিজ্ঞপ্তি প্রকাশের পর ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের ওয়েবসাইট (mefwd.gov.bd), স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট (dgme.gov.bd), স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট (dghs.gov.bd) ও dgme.teletalk.com.bd থেকে জানা যাবে।

আজকে আমরা মেডিকেল ভর্তির আবেদন যোগ্যতা, মেডিকেল ভর্তি পরীক্ষার তারিখ, মেডিকেল ভর্তি পরীক্ষার সিলেবাস, আবেদর প্রক্রিয়া ও অন্যান্য বিষয়সমূহ নিয়ে আলোচনা করব ।

 

একনজরে মেডিকেল ভর্তি পরীক্ষা ২০২৫

  • ভর্তি আবেদন শুরু- প্রকাশিত হয়নি।
  • ভর্তি আবেদন শেষ- প্রকাশিত হয়নি।
  • ভর্তি পরিক্ষার ফি- প্রকাশিত হয়নি।
  • আবেদনের ফি জমাদানের শেষ তারিখ- প্রকাশিত হয়নি।
  • ভর্তি পরিক্ষার তারিখ- প্রকাশিত হয়নি।
  • প্রবেশপত্র ডাউনেলোডের শেষ তারিখ- প্রকাশিত হয়নি।
  • মোট আসন- ৪৩৫০টি।
  • ভর্তির ওয়েবসাইট- dghs.gov.bd
  • ভর্তি আবেদন লিংক- dgme.teletalk.com.bd

 

সকল বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি দেখুন


 

এমবিবিএস ভর্তি পরীক্ষা ২০২৫

ভর্তি পরীক্ষার সিলেবাস ২০২৫

পূর্ণাঙ্গ সিলেবাসের আলোকে মেডিকেল ভর্তি পরীক্ষা ২০২৫ অনুষ্ঠিত হবে। তবে, ২০২৪ সালের এইচএসসি বা সমমান পরীক্ষা থেকে প্রশ্ন বেশি আসবে বলে ভর্তি কমিটি জানিয়েছে।

 

আরও পড়ুন:

ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি সার্কুলার

মেডিকেল ভর্তি পরীক্ষার আবেদন যোগ্যতা ২০২৫

  • ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি আবেদনে ইচ্ছুক শিক্ষার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। ২০২২ শিক্ষাবর্ষে এইচএসসি বা সমমান পরীক্ষায় পদার্থ, রসায়ন ও জীব বিজ্ঞানসহ বোর্ড পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।  এছাড়া, ২০২০ সালে এসএসসি বা সমমান অথবা ২০২১ সালে এসএসসি বা সমমান ও ২০১৯ সনে সালে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তবে শর্ত হলো-, এইচএসসি বা সমমান পরীক্ষায় পাশের পূর্ববর্তী ০২ বছরের মধ্যে এসএসসি/সমমান পরীক্ষায় পাশ হতে হবে।
  • গত শিক্ষাবর্ষের ন্যায় এবারও এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমান দুটি পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৯.০০ থাকতে হবে তবে, উপজাতীয় ও পার্বত্য জেলার অ-উপজাতীয় শিক্ষার্থীদের ক্ষেত্রে মোট জিপিএ কমপক্ষে ৮.০০ থাকলেই হবে। তবে, পৃথকভাবে কোন জিপিএ ৩.৫০-এর কম হলে আবেদন করা যাবেনা।
  • সকলের জন্যে এইচএসসি বা সমমান পরীক্ষায় জীববিজ্ঞান বিষয়ে ন্যূনতম জিপিএ ৪.০ থাকতে হবে। না থাকলে আবেদন বাতিল বলে গণ্য হবে।

 

মেডিকেল ভর্তি পরীক্ষার সার্কুলার ২০২৫

মেডিকেল ভর্তি পরীক্ষার মানবন্টন

মেডিকেল ভর্তি পরীক্ষা ২০২৫ মোট ১০০ নম্বরে অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময় থাকবে ১ ঘন্টা। প্রতিটি প্রশ্নের মান ১। এই এক ঘণ্টায় ১০০টি এমসিকিউ (MCQ) প্রশ্নের উত্তর দিতে হবে।

যে যে বিষয়ে প্রশ্ন থাকবে-

  • জীববিজ্ঞান- ৩০ নম্বর।
  • রসায়ন- ২৫ নম্বর।
  • পদার্থ বিজ্ঞান- ২০ নম্বর।
  • ইংরেজি- ১৫ নম্বর।
  • বাংলাদেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধ- ১০ নম্বর।

লিখিত পরীক্ষায় প্রতিটি ভুল উত্তর প্রদানের জন্য ০.২৫ নম্বর কাটা হবে। লিখিত পরীক্ষায় ৪০ নম্বরের কম নম্বর প্রাপ্তরা অকৃতকার্য বলে গণ্য হবেন। ভর্তিযোগ্য পরীক্ষার্থীদের মেধা তালিকাসহ ফল প্রকাশ করা হবে।

 

মেডিকেল ভর্তি পরীক্ষার নম্বর কর্তন

যেসব শিক্ষার্থী এবার সেকেন্ডটাইম পরীক্ষা দিবে তাদের থেকে পাঁচ (০৫) নম্বর কাটা হবে। তবে, যেসব শিক্ষার্থী ইতিমধ্যে কোন মেডিকেল অথবা ডেন্টাল কলেজ/ইউনিট-এ ভর্তি রয়েছে। তারা যদি পরীক্ষায় অংশ নেয় তাহলে ৭.৫ নম্বর কাটা হবে। এছাড়া পরীক্ষায় প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা হবে।

 

মেডিকলে ভর্তি পরীক্ষার পাশ নম্বর

মেডিকেল ভর্তি পরীক্ষায় পাশ নম্বর হলো ন্যূনতম ৪০। অথ্যাৎ ভর্তি পরীক্ষায় ১০০ নম্বরের মধ্যে ৪০ নম্বর পেতে হবে। এর কম পেলে কোন শিক্ষার্থী ভর্তি হতে পারবে না।

 

 

জিপিএ- এর উপর নম্বর

এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ মোট ২০০ নম্বর হিসেবে নির্ধারণ করা হবে। তার মধ্যে-

  • এসএসসি বা সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ ১৫ দিয়ে গুণ করা হবে। তাহলে- ৫*১৫= ৭৫ নম্বর (সর্বোচ্চ)।
  • এইচএসসি বা সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ ২৫ দিয়ে গুণ করা হবে। তাহলে- ৫*২৫= ১২৫ নম্বর (সর্বোচ্চ)।

ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বর ও এসএসসি বা সমমান এবং এইচএসসি বা সমমান পরীক্ষায় প্রাপ্ত নম্বর যোগফল করে মেধা তালিকা তৈরি করা হবে।

 

মেডিকেল ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩
মেডিকেল ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩

মেডিকেল ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩
মেডিকেল ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩

মেডিকেলে এমবিবিএস ভর্তি আবেদন ২০২৫

আবেদন ফি জমাদানের পদ্ধতি

কোন শিক্ষার্থী অনলাইনে আবেদন করার পর আবেদন ফি জমা দেওয়ার আগ পর্যন্ত আবেদন চুড়ান্ত বলে বিবেচিত হবে না ।

অনলাইনে আবেদন ফি জমা দেয়ার পদ্ধতি ধাপে ধাপে বর্ণনা করা হল-

প্রথমে টেলিটক প্রিপেইড নম্বর প্রয়োজন হবে। তারপর সেটি যে কোন মোবাইলে লাগিয়ে মোবাইলের Message অপশনে গিয়ে টাইপ করতে হবে MBBS লিখে, স্পেস দিয়ে User ID লিখে 16222 নম্বরে SMS পাঠাতে হবে।

উদাহরণসরুপ: MBBS<Space>FRLGCT লিখে 16222 নম্বরে পাঠাতে হবে।

তারপর ফোনে একটি মেসেজ আসবে। সেখানে একটি PIN, প্রার্থীর নাম ও ভর্তি পরীক্ষার ফি হিসেবে ১০০০/- (এক হাজার) টাকা কেটে রাখার তথ্য দিয়ে অনুমতি চাওয়া হবে। অনুমতি দেওয়ার জন্য আবার নিচের নিয়মে 16222 নম্বরে SMS পাঠাতে হবে।

মোবাইলের Message অপশনে গিয়ে টাইপ করতে হবে MBBS লিখে স্পেস দিয়ে YES লিখে স্পেস দিয়ে PIN লিখে স্পেস দিয়ে পছন্দের সর্বোচ্চ চারটি Centre Code (১ নং সারণিতে) কমা (,) দিয়ে লিখে 16222 নম্বরে SMS পাঠাতে হবে।

উদাহরণসরুপ: MBBS <Space> YES<Space> 456789 <Space> 15,16,22,51 লিখে পাঠাত হবে 1622 নম্বরে।

PIN নম্বর সঠিকভাবে লিখা হলে পরীক্ষার ফি বাবদ ১০০০/(একহাজার) টাকা কেটে নেওয়া হবে। প্রার্থীকে ফিরতি এসএমএস এ পরীক্ষা কেন্দ্রের নাম, একটি User ID ও একটি Password দেওয়া হবে।

 

 

মেডিকেল ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড

আবেদনের সময় মোবাইলে পাঠানে User ID ও Password ব্যবহার করে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে ।

 

মেডিকেল ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি ডাউনলোড

মেডিকেল ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি ডাউনলোড করতে চাইলে নিচের ডাউনলোড বাটনে ক্লিক করে ডাউনলোড করে নিন।

ডাউনলোড করতে চাইলে এখানে ক্লিক করুন: Download PDF

 

 #########

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button