অনলাইনে ট্রেনের টিকিট কাটার নিয়ম
অনলাইনে ট্রেনের টিকিট কাটার নিয়ম ২০২২
অনলাইনে ট্রেনের টিকিট কাটার নিয়ম ২০২২
আজকের এই পোস্টে আমরা আপনাদের জানাবো কীভাবে অনলাইনে ট্রেনের টিকিট কাটবেন। এই পোস্ট থেকে আপনি অনলাইনে ট্রেনের টিকিট কাটার পদ্ধতি জানতে পারবেন। এ পোস্টটি পড়ার পর আপনি ঘরে বসে ট্রেনের টিকিট কাটতে পারবেন। তাহলে চলুন শুরু করি।
অনলাইনে ট্রেনের টিকিট কাটার নিয়ম
আগে ঘরে বসে এপসের মাধ্যমে অনলাইনে ট্রেনের টিকিট কাটা যেত। তখন সিএনএস বিডি নামের একটি প্রতিষ্ঠান অনলাইনে ট্রেনের টিকিট বিক্রি করতো। কিন্তু, সিএনএস বিডির সাথে সরকারের চুক্তি শেষ হওয়ায় সরকার সহজ ডটকমকে ট্রেনের টিকিট বিক্রির অনুমতি দিয়েছে। যার কারণে অনলাইনে ট্রেনের টিকিট কাটার লক্ষ্যে অনেকে এপস বা আগের ওয়েবসাইট ব্যবহার করে অনলাইনে ট্রেনের টিকিট কাটতে পারছে না। মূলত ২০২২ সালের মার্চ মাসে এ ধরনের একটি পরিবর্তন এনেছে রেলওয়ে কর্তৃপক্ষ।
অনলাইনে ট্রেনের টিকিট কাটার জন্য আপনাকে নতুন পদ্ধতি ব্যবহার করতে হবে। চলুন সে বিষয়ে জানা যাক।
অনলাইনে ট্রেনের টিকিট কাটার পদ্ধতি
এখন থেকে আপনি রেল সেবা’ অ্যাপে আর টিকেট কাটতে পারবেন না। আপনাকে ব্যবহার করতে হবে https://eticket.railway.gov.bd এই ওয়েবসাইটটি। এই ওয়েবসাইট থেকে আপনি অনলাইনে ট্রেনের টিকিট কাটতে পারবেন।
অনলাইনে ট্রেনের টিকিট কাটার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন-
আপনাকে আপনাকে https://eticket.railway.gov.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে রেজিস্ট্রেশন করে নিতে হবে। তারপর টিকিট কাটতে পারবেন।
রেজিস্ট্রেশন প্রক্রিয়া
ক) প্রথমে আপনাকে https://eticket.railway.gov.bd এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
খ) ওয়েবসাইটে প্রবেশের পর উপরের ডান দিকে Registration বাটন পাবেন সেখানে ক্লিক করতে হবে।
গ) Registration বাটনে ক্লিক করার পর একটি Registration ফরম আসবে। সেখানে আপনার ব্যক্তিগত তথ্য দিয়ে সংশ্লিষ্ট ঘরগুলো পূরণ করে SIGN UP বাটনে ক্লিক করতে হবে।
ঘ) SIGN UP বাটনে ক্লিক করার পর আপনার মোবাইল নম্বরে একটি OTP code আসবে। এবং এই OTP code পেজে বসাতে হবে। তাহলে যাত্রীর Registration সম্পন্ন হবে।
রেজিস্ট্রেশন তো হলো । এবার টিকেট কাটার পালা। সেজন্য আপনাকে-
ট্রেনের টিকিট কাটার প্রক্রিয়া
ক)প্রথমে আপনাকে https://eticket.railway.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
খ) তারপর উপরের ডানদিকে Log in নামে একটি অপশন পাবেন। সেখানে ক্লিক করতে হবে। Log in অপশনে ক্লিক করার পর আপনার মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে নিচের লগইন অফশনে ক্লিক করতে হবে।
গ) তারপর আরেকটি পেজ আসবে সেখানে কোন তারিখের টিকিট কাটতে চান, কোন স্টেশন থেকে কোন স্টেশন পর্যন্ত টিকেট কাটতে চান, কোন শ্রেনীর টিকেট কাটতে চান তার পূরণ করে ট্রেণের টিকিট আছে কিনা ইত্যাদি বিস্তারিত দেখতে পারবেন।
ঘ) তারপর আপনাকে আরেকটি পেজে নিয়ে যাবে। সেখানে আপনার গন্তব্যের ট্রেন, সিট, এবং দাম দেখতে পাবেন।
ঙ) তারপর আপনাকে Continue Purchase ticket বাটনে ক্লিক করতে হবে।
চ) সর্বশেষ আপনাকে টিকিটের দাম পুরশোধ করতে হবে। আপনি ক্রেডিট কার্ড, ভিসা কার্ড অথবা বিকাশের মাধ্যমে ট্রেনের অনলাইনে টিকেট কাটতে পারবেন।
টিকিট কাটা হয়ে গেলে আপনাকে ই মেইল এর মাধ্যমে ই–টিকেটটি পাঠিয়ে দিবে বাংলাদেশ রেলওয়েল। আপনি সেই টিকিট প্রিন্ট দিয়ে ট্রেন ভ্রমন করতে পারবেন অথবা যাত্রা শুরুর আগে Ticket Print Information দিয়ে সংশ্লিষ্ট স্টেশন থেকে টিকিট প্রিন্ট করে নিতে পারবেন
আমাদের পিডিএফ বই কালেকশান গুলো পেতে |
আপনার যাত্রা শুভ হোক। আশা করি এখন আপনি ট্রেনের টিকিট কাটার প্রক্রিয়া জেনে গেছেন। এখন থেকে আপনি অনলাইনে ট্রেনের টিকিট কাটতে পারবেন। ধন্যবাদ।
People are also searching this post as: অনলাইনে ট্রেনের টিকিট ক্রয়, অনলাইনে ট্রেনের টিকিট কাটার সময়, অনলাইনে ট্রেনের টিকিট ফেরত দেওয়ার নিয়ম, অনলাইনে ট্রেনের টিকিট কাটার নিয়ম ২০২২, অনলাইনে ট্রেনের টিকিট কাটবো কিভাবে, অনলাইনে ট্রেনের টিকিট ফেরত, অনলাইনে ট্রেনের টিকিট ক্রয়ের নিয়ম, অনলাইনে ট্রেনের টিকেট, অনলাইনে ট্রেনের অগ্রিম টিকেট, অনলাইনে ট্রেন টিকেট, অনলাইনে রেলের টিকিট ক্রয়, অনলাইনে ট্রেনের টিকেট কেনার নিয়ম, অনলাইন ট্রেনের টিকিট, online train e ticket booking.
One Comment