বাক্য কাকে বলে? উদ্দেশ্য ও বিধেয় কাকে বলে?
উদ্দেশ্য ও বিধেয়
উদ্দেশ্য এবং বিধেয়
আজকের এই পোস্টে আমরা বিস্তারিত আলোচনা করবো, বাক্য কাকে বলে? উদ্দেশ্য ও বিধেয় কি?
বাক্য কাকে বলে?
যে সুনিব্যস্ত পদ বা পদসমষ্টি দ্বারা কোনো বিষয়ে বক্তার সম্পূর্ণ মনোভাব প্রকাশ পায়, তাকে বাক্য বলে।
যেমন, তোফায়েল ফুটবল খেলে। রাহিম প্রতিদিন স্কুলে যায়। আকলিমা দশম শ্রেণীতে পড়ে ইত্যাদি।
উপরের প্রতিটি বাক্যে বক্তার সম্পূর্ন মনোভাব প্রকাশিত হয়েছে।
আরও পড়ুন:
বাক্য কাকে বলে? গঠন অনুসারে বাক্যের প্রকারভেদ
বাক্য কাকে বলে? একটি সার্থক বাক্যের কী কী গুণ থাকা আবশ্যক?
উদ্দেশ্য ও বিধেয় কাকে বলে?
একটি পূর্ণাঙ্গ বাক্যের দুটি অংশ থাকে। যথা-
- উদ্দেশ্য ।
- বিধেয়।
উদ্দেশ্য কাকে বলে?
বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয় অথবা যাকে কেন্দ্র করে কার্য সম্পাদন হয় তাকে উদ্দেশ্য বলে। ইংরেজিতে উদ্দেশ্যকে subject নামে ডাকা হয়।
যেমন, রহিম ফুটবল খেলে। এখানে রহিমের সম্পর্কে বলা হয়েছে। অথ্যাৎ এই বাক্যে রহিম ফুটবল খেলে। তাই রহিম হচ্ছে এই বাক্যের উদ্দেশ্য।
আরও পড়ুন:
বর্ণ কাকে বলে? বর্ণ কত প্রকার ও কি কি
ধ্বনি কাকে বলে? ধ্বনির প্রকারভেদ
বিধেয় কাকে বলে?
বাক্যে উদ্দেশ্য সম্পর্কে যা কিছু বলা হয়। তাকে বিধেয় বলে। ইংরেজিতে বিধেয়কে predicate নামে ডাকা হয়।
যেমন, হাবিব ভালো ক্রিকেট খেলে। এই বাক্যটিতে ভালো ক্রিকেট খেলে – অংশটি হলো বিধেয়।
#######
আজকের এই পোস্ট থেকে আমরা জানতে পারলাম, বাক্য কাকে বলে? উদ্দেশ্য ও বিধেয় কাকে বলে?
পোস্টটি কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানান। ধন্যবাদ