ওযু কাকে বলে? ওযুর ফরজ কয়টি ও কি কি?

ওযুর ফরজ কয়টি ও কি কি?

ওযু কাকে বলে? ওযুর ফরজ কয়টি ও কি কি?

ওযু কাকে বলে?

পবিত্রতা হাসিলে উদ্দেশ্যে উভয় হাতের অঙ্গুলের মাথা থেকে শুরু করে কনুই পর্যন্ত ধৌত করা, গড়গড়া কুলি করা এবং নাকে এমনভাবে পানি দেওয়া যাতে নাকের নরম স্থান পর্যন্ত পানি পৌছায়, মুখমণ্ডল ভালভাবে ধৌত করা, মাথা মাছেহ করা এবং দুই পায়ের গিরা পর্যন্ত ধৌত করাকে ওযু বলে।




ওজুর প্রয়োজনীয়তা কী?

একজন মুসলিমের জন্য ওজুর প্রয়োজনীয়তা অনেক। কেননা, প্রত্যেক মুসলমানের উপর ওযু ফরজ করা হয়েছে। ইসলামের বিধান অনুযায়ী,

ওযু হলো দেহের অঙ্গ-পতঙ্গ পরিষ্কারের মাধ্যমে পবিত্রতা অর্জনের একটি পন্থা। পবিত্র কোরআনে আল্লাহ তা‘লা ওযুর নির্দেশ প্রদান করেছেন।

পবিত্র কোরআনে আল্লাহ তা‘লা ওযুর নির্দেশ প্রদান করে বলেন, নিশ্চয়ই আল্লাহ্‌ তওবাকারীকে ভালবাসেন এবং যাহারা পবিত্র থাকে তহাদিগকেও ভালবাসেন। ’-(সূরা বাকারা,আয়াত:২২২)।

প্রত্যেক ইবাদাত করার আগে ভালো করে ওযু করে নেওয়া উচিত। ওযু করার সময় ওযুর ফরজ সমূহের প্রতি বিশেষ সতর্ক থাকতে হবে। কেননা, একটি ফরজ ছুটে গেলে ওযূ শুদ্ধ হবে না। তাই, ওযু করার সময় বিশেষ সতর্ক থাকতে হবে।

 

আরও পড়ুন:

ফরজ গোসলের দোয়া, নিয়ত ও নিয়ম

তাহাজ্জুদ নামাজ পড়ার নিয়ম ও নিয়ত

রোজা ভঙ্গের কারণ 

ওযুর ফরজ কয়টি ও কি কি




ওযূর ফরয কয়টি এবং কি কি?

ওযুর ফরয ৪টি।  যেগুলো হলো-

  • সমস্ত মুখমণ্ডল ভালোভাবে ধৌত করা (কপালের চুলের গোড়া হতে তুথনীর নিচ পর্যন্ত এবং ডান কানের লতি থেকে বাম কানের লতি পর্যন্ত)।
  • কনুইসহ উভয় হাত ভালভাবে ধৌত করা ( প্রথমে ডান হাত ও হাত পরে বাম হাত ধৌত করতে হবে)।
  • মাথা এক চতুর্থাংশ মাসেহ্ করা।
  • দুই পায়ের গিরা পর্যন্ত ধৌত করা।

 

###

 

আর্টিকেলটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ। ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করবেন। 

 

 

 

Back to top button