কুমিল্লা বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২১ । cou.ac.bd
২০২০-২১ শিক্ষাবর্ষের কুমিল্লা বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কুমিল্লা বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২১ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.cou.ac.bd) এ প্রকাশ করা হয়। আজ আমরা এই পোস্টের মাধ্যমে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২১ সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করবো।
কুমিল্লা বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২১
কুবি ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২১ |
প্রতিষ্ঠানের নাম- কুমি্ল্লা বিশ্ববিদ্যালয় ভর্তি আবেদন লিংক- www..ac.bd ভর্তি আবেদন শুরু- ২০/১১/২০২১ ভর্তি আবেদন শেষ- ৩০/১১/২০২১ ভর্তি আবেদন ফি- ৬০০ টাকা |
ভর্তি আবেদনের নূন্যতম যোগ্যতা
ক) ২০১৬ বা তার পরবর্তিতে এসসসি বা সমমান পাশ।
খ) ২০১৯ বা ২০২০ সালে এইচএসসি বা সমমান পাশ।
অন্যান্য যোগ্যতা:
A ইউনিট (বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ)- কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিটে ভর্তি হতে হলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ন্যূনতম জিপিএ কমপক্ষে ৮.০০ থাকতে হবে (চতুর্থ বিষয় সহ)।
B ইউনিট (কলা ও মানবিক ,সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদ)- কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটে ভর্তি হতে হলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ন্যূনতম জিপিএ কমপক্ষে ৭.০০ থাকতে হবে (চতুর্থ বিষয় সহ)।
C ইউনিট (বিজনেস স্টাডিস অনুষদ)- কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গ ইউনিটে ভর্তি হতে হলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ন্যূনতম জিপিএ কমপক্ষে ৭.৫০ থাকতে হবে (চতুর্থ বিষয় সহ)।
ভর্তি পরীক্ষার সময়সূচী
ভর্তি ইউনিট | তারিখ | সময় |
A ইউনিট (বিজ্ঞান শাখা) | ১৭/১০/২০২১ | দুপুর ১২টা – ১টা |
B ইউনিট (মানবিক শাখা) | ২৪/১০/২০২১ | দুপুর ১২টা – ১টা |
C ইউনিট (বাণিজ্য শাখা) | ১/১১/২০২১ | দুপুর ১২টা – ১টা |
ভর্তির প্রাথমিক যোগ্যতা
ক) আবেদনকারীকে ২০২১-২১ শিক্ষাবর্ষে GST গুচ্ছভুক্ত স্নাতক সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় ফলাফল প্রাপ্ত হতে হবে।
খ) ভর্তি সংক্রান্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের নির্দেশনা অনুযায়ী অনলাইনে আবেদন করতে হবে।
যে কোন প্রয়োজনে যোগাযোগ
১. 01557-330381
২. 01557-330382
(সকাল ৯টা থেকে রাত ৯ টা পর্যন্ত)
কুমিল্লা বিশ্বিবিদ্যালয়ের বিভিন্ন ইউনিটে আসন সংখ্যা
A ইউনিট | বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ | ৩৫০ |
B ইউনিট | কলা ও মানবিক ,সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদমানবিক শাখা | ৫০ |
C ইউনিট | বিজনেস স্টাডিস অনুষদবাণিজ্য শাখা | ২৪০ |
কুমিল্লা বিশ্ববিদ্যালয় সর্বশেষ ভর্তি সার্কুলার ২০২০-২১
২০২০-২১ শিক্ষাবর্ষের কুমিল্লা বিশ্বিবিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তির সার্কুলার ডাউনলোড করতে চাইলে নিচের ‘কুবি ভর্তি বিজ্ঞপ্তি’ ডাউনলোড অপশন থেকে ডাউনলোড করে নিন।