বাক্য কাকে বলে? গঠন অনুসারে বাক্য কত প্রকার ও কী কী?
গঠন অনুসারে বাক্যের প্রকারভেদ
বাক্য কাকে বলে? গঠন অনুসারে বাক্য কত প্রকার ও কী কী?
আজকের এই পোস্টে আমরা বাক্য কাকে বলে? গঠন অনুসারে বাক্য কত প্রকার ও কি কি? তা নিয়ে বিস্তারিত আলোচনা করবো।
বাক্য কাকে বলে? গঠন অনুসারে বাক্যের প্রকারভেদ
বাক্য কাকে বলে?
যে সুনিব্যস্ত পদ বা পদসমষ্টি দ্বারা কোনো বিষয়ে বক্তার সম্পূর্ণ মনোভাব প্রকাশ পায়, তাকে বাক্য বলে।
যেমন, হাবিব ফুটবল খেলে। আমি প্রতিদিন স্কুলে যাই। রাহিমা দশম শ্রেণীতে পড়ে ইত্যাদি।
উপরের প্রতিটি বাক্যে বক্তার সম্পূর্ন মনোভাব প্রকাশিত হয়েছে। বক্তার সম্পূর্ণ মনোভাব প্রকাশিত হলেই বাক্য হবে অন্যথায় নয়। যেমন,
‘আমি প্রতিদিন স্কুলে’ এটি একটি অসম্পূর্ণ বাক্য। কারণ, এখানে বক্তা তার মনের ভাব প্রকাশ করতে পারেনি। বরং বক্তা যদি বলতো, আমি প্রতিদিন স্কুলে যাই অথবা যাইনা অথবা স্কুলের পরে অন্যকিছু বলতো তাহলে বক্তার সম্পূর্ণ মনোভাব প্রকাশিত হতো।
ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের মতে, কোনো ভাষায় যে উক্তির স্বার্থ‘ক‘তা আছে এবং গঠ‘নে‘র দিক থেকে যা স্বয়ং‘সম্পূর্ণ, সেরূপ একক উক্তি‘কে ব্যাকরণে বাক্য বলে।
আরও পড়ুন:
বাক্য কাকে বলে? অর্থ অনুসারে বাক্যের প্রকারভেদ
বাক্য কাকে বলে? একটি সার্থক বাক্যের কী কী গুণ থাকা আবশ্যক?
বাক্য কাকে বলে? উদ্দেশ্য ও বিধেয় কাকে বলে?
বাক্যের গঠনগত শ্রেণিবিভাগ
গঠন অনুসারে বাক্যকে তিন ভাগে ভাগ করা হয়েছে।
- সরল বাক্য।
- জটিল বা মিশ্র বাক্য।
- যৌগিক বাক্য।
সরল বাক্য- যে বাক্যে একটি কর্তা এবং একটি ক্রিয়া থাকে, তাকে তাকে সরল বাক্য বলে। যেমন – রহিমা ফুল তুলছে। এখানে রহিমা কর্তা এবং তুলছে ক্রিয়া। এই বাক্যে একটি কর্তা এবং একটি ক্রিয়া।
আরও পড়ুন:
বর্ণ কাকে বলে? বর্ণ কত প্রকার ও কি কি
ধ্বনি কাকে বলে? ধ্বনির প্রকারভেদ
জটিল বা মিশ্র বাক্য- যে বাক্যে একটি প্রধান খন্ডবাক্যের সাথে এক বা একাধিক আশ্রিত বাক্য পরস্পর যুক্ত হয়ে বাক্য গঠন করে। তাকে জটিল বা মিশ্র বাক্য বলে।
যেমন – তুমি যদি আসো, আমি যাবো। যে ব্যক্তি পরিশ্রম করে, সে ব্যক্তি সুখ লাভ করে।
যৌগিক বাক্য: পরস্পর নিরপেক্ষ একাধিক সরলবাক্য যখন অর্থ ও গঠন অপরিবর্তিত রেখে সংযোজক অব্যয়ের দ্বারা মিলিত হয়ে একটি পূর্ণাঙ্গ বাক্য গঠন করে। তাকে যৌগিক বাক্য বলে।
যেমন – রাহিমা অনেক মেধাবী শিক্ষার্থী কিন্তু নিয়মিত ক্লাস করে না। লোকটি গরীব কিন্তু সৎ।
##
আজকের এই পোস্ট থেকে আমরা জানতে পারলাম,বাক্য কাকে বলে? গঠন অনুসারে বাক্য কত প্রকার ও কী কী?
পোস্টটি কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানান। ধন্যবাদ
2 Comments