জিমেইলে টু-ফ্যাক্টর চালু করার নিয়ম

জিমেইলে টু-ফ্যাক্টর চালু করবেন যেভাবে

যুগের সাথে তাল মিলিয়ে তথ্য প্রযুক্তিরও উন্নয়ন ঘটছে।  তথ্য প্রযুক্তি উন্নয়নের সাথে সাথে তথ্য চুরিও বেড়ে যাচ্ছে। এ অবস্থায় মানুষ বিভিন্ন কাজের জন্য যে সকল সাইট ব্যবহার করে সেসব সাইটে নিয়মিত নানা আপডেট আনা হচ্ছে।

তবে, তারপরেও হ্যাকিং রোধ করা যাচ্ছে না। হ্যাকার বিভিন্ন ফিশিং লিঙ্কের মাধ্যমে ব্যবহৃত অ্যাকউন্ট হ্যাক করছে।

তবে, কোন হ্যাকারের কোন অ্যাকাউন্ট হ্যাক করার ক্ষমতা নাই যদি আপনি হ্যাকারকে সুযোগ করে না দেন। আপনি একটু সতর্ক থাকলেই হ্যাকার শত চেষ্টা করেও আপনার কোন অ্যাকাউন্ট হ্যাক করতে পারবে না।

আরও পড়ুন:

ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ভেরিফাই করার উপায়

টুইটার অ্যাকাউন্ট ডিঅ্যাকটিভ করার ‍নিয়ম

সম্প্রতি জিমেইল হ্যাক হচেছ। তথ্য চুরি হওয়ার সাথে একজনের জিমেইল ব্যবহার করে অন্যজনকে ব্লেকমেইল করার ঘটনাও ঘটছে

তবে, আপনার জিমেইল একাউন্টের হ্যাকিং রোধ করতে জিমেইলে Two Step Authentication ব্যবহার করতে পারেন।  আপনার Gmail account সুরক্ষিত রাখতে এর বিকল্প এখন কিছুই নেই। ইতিমধ্যে, ১৫ কোটির বেশি ব্যবহারকারী নিজ থেকে Two Step Authentication চালু করেছেন।

আরও পড়ুন:

যেসব কারণে বন্ধ হতে পারে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট

বাংলা ভাষায় ফেসবুক ব্যবহার করার উপায়

আজকে আপনাদের শিখাবো কীভাবে আপনি আপনার জিমেইলে Two Step Authentication চালু করেছেন।  তাহলে চলুন শুরু করি…

 

জিমেইলে টু-ফ্যাক্টর চালু করার উপায়

> প্রথমেই আপনার মোবাইল থেকে Gmail অ্যাপে প্রবেশ করুন। তারপর আপনার Gmail অপেন করুন।

> এবার Manage Your Account অপশন সিলেক্ট করুন।

> এবার Security অপশনে ক্লিক করুন।

> সেখানে Protect Your Account অপশন পাবেন। সেখানে ক্লিক করুন।

> তারপর 2-Step Verification অপশন দেখতে পাবেন। সেখান থেকে চালু করে নিন।

আরও পড়ুন:

যেভাবে বন্ধ করবো ফেসবুকের কমেন্ট সেকশন

ফেসবুক গ্রুপের নোটিফিকেশন বন্ধের উপায়

######

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button