জিমেইল পাসওয়ার্ড ভুলে গেলে উদ্ধার করবেন যেভাবে

জিমেইল পাসওয়ার্ড পুনরুদ্ধার করার উপায়

গুরুত্বপূর্ণ কোন তথ্য বা ডকুমেন্ট আদান-প্রদানের ক্ষেত্রে পরিচিত ও জনপ্রিয় প্ল্যাটফর্ম হচ্ছে ই-মেইল। বিশেষ করে যে কোন অফিসিয়াল বার্তা সাধারণত ই-মেইল এর মাধ্যমে পাঠানো হয়। এক্ষেত্রে বিশ্বে সবচেয়ে গুগল সেবা জি-মেইল (G- Mail) ব্যবহারকারীর সংখ্যা বেশি।

বর্তমান সময়ে মানুষ ব্যক্তিগত বা অফিশিয়াল উভয় কাজে ই-মেইল ব্যবহার করছে। কিন্তু ব্যবহারের সাথে সাথে যে বিষয়টি জরুরী হয়ে পড়েছে তা হলো এর সিকিউরিটি বা নিরাপত্তা। কারণ, অনেক সময় ই-মেইল হ্যাক হয়ে যায়। এর কারণে ব্যবহারকারী ব্ল্যাকমেইলের শিকার হয়। এছাড়া, গুরুত্বপূর্ণ অনেক ডকুমেন্ট চুরি হয়ে যায়।

 

আরও পড়ুন:

টেলিগ্রামে মেসেজ শিডিউল করবেন যেভাবে

যেভাবে বন্ধ করবো ফেসবুকের কমেন্ট সেকশন

হোয়াটসঅ্যাপে কেউ ব্লক করলে বুঝবেন যেভাবে

 

এসব বিষয় মাথায় রেখে অনেক ব্যবহারকারী ঘন ঘন জি-মেইল এর পাসওয়ার্ড পরিবর্তন করেন। কিন্তু ঘন ঘন পাসওয়ার্ড পরিবর্তন করায় নতুন পাসওয়ার্ডটি মনে রাখতে কষ্ট হয়। অনেক সময় ভুলেও যান। এর ফলে জি-মেইল লগইন করতে চাইলে লগইন করতে পারেন না।

তবে, আপনি কয়েকটি উপায়ে জি-মেইল অ্যাকাউন্টের সেই পাসওয়ার্ড রিকোভার বা উদ্ধার করতে পারবেন। আজকে এ বিষয়টি আপনাদের সাথে শেয়ার করবো। এ পোস্টের মাধ্যমে আপনাদের শিখাবো জি-মেইলের পাসওয়ার্ড ভুলে গেলে রিকভার করার উপায় । তাহলে চলুন শুরু করি…..

 

আরও পড়ুন:

ফেসবুক গ্রুপের নোটিফিকেশন বন্ধের উপায়

গুগলে দ্রুত সঠিক তথ্য খুঁজে পাওয়ার কৌশল

লুকিয়ে আপনার হোয়াটসঅ্যাপে কেউ ঢুকছে কি না বুঝবেন যেভাবে

 

জি-মেইলের পাসওয়ার্ড ভুলে গেলে করণীয়

জি-মেইল এর পাসওয়ার্ড ভুলে গেলে এবং পুনরুদ্ধার করতে চাইলে আপনার রিকোভার ই-মেইল বা ফোন নম্বরের প্রয়োজন হবে।  আপনি রিকোভার ই-মেইল বা ফোন নম্বরের মাধ্যমে খুব সহজেই কাজটি করতে পারবেন। সেজন্য যা করতে হবে তা হলো-

  • প্রথমে আপনাকে G- Mail লগইন পেজে যেতে হবে।
  • তারপর যে G- Mail একাউন্টের পাসওয়ার্ড ভুলে গিয়েছেন সেই G- Mail আইডি দিয়ে নেক্সট বাটনে ক্লিক করুন। তারপর আপনাকে একাউন্টের পাসওয়ার্ড দিতে বলবে।
  • তখন আপনি দেখবেন নিচে Forgot password অপশন রয়েছে। সেখানে ক্লিক করুন।
  • পরবর্তী স্ক্রিনে কয়েটি অপশন দেখতে পাবেন।  যেমন:

Tap Yes on your phone or tablet

Get a verification code at mut•••••••••••@m•••.com

Get a verification code at •••••-••••57

Try another way to sign in ইত্যাদি।

  • এবার যে G- Mail একাউন্টের পাসওয়ার্ড ভুলে গিয়েছেন সেটি যদি আপনার স্মার্টফোনে লগইন করা থাকে তাহলে Tap Yes on your phone or tablet ক্লিক করুন। তাহলে আপনার স্মার্টফোন বা ট্যাবলেটে একটি বার্তা যাবে সেখানে আপনি হ্যা সূচক মন্তব্য দিলেই G- Mail এ নতুন পাসওয়ার্ড দিতে পারবেন।
  • তবে, যদি স্মার্টফোন বা ট্যাবলেটে লগইন করা না থাকে তাহলে রিকোভারির সময় যদি ফোন নম্বর দিয়ে থাকেন তাহলে Get a verification code at •••••-••••57 এখানে ক্লিক করবেন। এখানে খেয়াল করুন, আপনি যে নম্বরটি দিয়েছেন সেই নম্বরের সর্বশেষ দুটি ডিজিট শো করছে। আপনি এখানে ক্লিক করলে আপনার ফোনে একটি কোড যাবে। অথবা আপনি যদি রিকোভারী হিসাবে অন্য G- Mail ব্যবহার করে থাকেন তাহলে সেখানে (Get a verification code at mut•••••••••••@m•••.com) ক্লিক করুন। আপনি সেখানে ক্লিক করলে আপনার ফোনে একটি কোড যাবে।
  • তারপর আপনাকে নতুন একটি পেজে নিয়ে যাবে এবং আপনার ফোন নম্বর বা G- Mail এ পাঠানো কোড দিতে বলবে।
  • কোড দেওয়ার পর Next বাটনে ক্লিক করুন।
  • তারপর আপনি নতুন পাসওর্য়াড দিতে পারবেন।

######

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button