টুইটার অ্যাকাউন্ট ডিঅ্যাকটিভ করার নিয়ম
টুইটার অ্যাকাউন্ট ডিঅ্যাকটিভ করবেন যেভাবে
বিশ্বের জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার। বিশ্বের কোটি কোটি মানুষ টুইটার ব্যবহার করেন। ব্যবহারকারীদের নিরাপত্তা ও সুবিধা বিবেচনায় সাইটটিতে একের পর এক পরিবর্তন আনা হচ্ছে।
মাইক্রোব্লগিং সাইটির সৃজনশীলতা বাড়াতেই এসব পরিবর্তন বলে জানিয়েছে টুইটার কর্তৃপক্ষ। তবে দুঃখজনক ব্যাপার হলো, সম্প্রতি টুইটারও ভুয়া খবর এবং বিদ্বেষমূলক মন্তব্যে ছেয়ে যাচ্ছে। যার কারণে অনেক মানুষ বিরক্ত হয়ে যাচ্ছে। কেউ কেউ হতাশায় প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে যেতে চাইছেন।
আরও পড়ুন:
ফেসবুক হ্যাক হওয়া থেকে বাঁচার উপায়
ফেসবুক প্রোফাইল ও পেজ ভেরিফাই করার নিয়ম
টুইটারও অন্যান্য সামাজিক যোগাযোগা মাধ্যমের মতো ব্যবহারকারীদের যে কোনো সময় অ্যাকাউন্ট ডিঅ্যাকটিভ অনুমতি দেয়। তবে, ব্যবহারকারী যদি চান তিনি ৩০ দিনের মধ্যে সেই অ্যাকাউন্ট ফের চালু করতে পারেন। তাই আপনি চাইলেই আপনার টুইটার অ্যাকাউন্ট ডিলিট করতে পারেন । জেনে নিন কীভাবে টুইটার অ্যাকাউন্ট ডিলিট করবেন-
টুইটার অ্যাকাউন্ট ডিঅ্যাকটিভ করার উপায়
> প্রথমে যে কোনো ব্রাউজার থেকে Twitter website এ প্রবেশ করুন। তারপর আপনার খুলুন এবং আপনার Twitter account লগইন করুন।
> তাপর হোমপেজে যান, সেখান থেকে স্ক্রিনের নিচে বামদিকের তিন বিন্দুযুক্ত ‘more’ অপশনে ক্লিক করতে হবে।
> এরপর Settings and Privacy অপশনে ক্লিক করুন।
আরও পড়ুন:
যেভাবে বন্ধ করবো ফেসবুকের কমেন্ট সেকশন
ফেসবুক গ্রুপের নোটিফিকেশন বন্ধের উপায়
> Your account অপশনে ক্লিক করুন।
> পেজের একেবারে নিচে পাবেন Deactivate your account অপশন। সেখানে ক্লিক করুন।
> এরপর Deactivate ক্লিক করে আপনার অ্যাকাউন্ট ডিঅ্যাকটিভেশন করতে হবে।
> এরপর টুইটার আরও একবার ডিঅ্যাকটিভেশন নিশ্চিত করতে বলবে । তারপর আপনার অ্যাকাউন্ট স্থায়ীভাবে নিষ্ক্রিয় করা হবে।
বি.দ্র: এই প্রক্রিয়ার মাধ্যমে আপনার টুইটার অ্যাকাউন্ট স্থায়ী ভাবে Delete কর হবেনা। অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করার ৩০ দিনের মধ্যে যদি ব্যবহারকারী তার অ্যাকাউন্টটি active করেন তবে তার অনুমতি দেবে টুইটার। তবে, ব্যবহারকারী যদি ৩০ দিনের মধ্যে একবারও অ্যাকাউন্ট চালু না হলে তাহলে তা চিরদিনের জন্য Delete হয়ে যাবে।
আরও পড়ুন:
হোয়াটসঅ্যাপে পিন রিসেট করার উপায়
হোয়াটসঅ্যাপে কেউ ব্লক করলে বুঝবেন যেভাবে
#########
One Comment