ডেন্টাল ভর্তি বিজ্ঞপ্তি ২০২১-২০২২ নোটিশ, আবেদনের যোগ্যতা ও আবেদন পদ্ধতি

ডেন্টাল ভর্তি বিজ্ঞপ্তি ২০২১-২০২২

ডেন্টাল ভর্তি বিজ্ঞপ্তি ২০২১-২০২২

ডেন্টাল ভর্তি বিজ্ঞপ্তি ২০২১-২০২২ প্রকাশিত হয়েছে। বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল প্রণীত নীতিমালা অনুযায়ী, অনলাইনে নির্ধারিত পদ্ধতির মাধ্যমে এবং নিম্নউল্লিখিত শর্তাধী মান্য করে সকল সরকারী ও বেসরকারী বিভিন্ন ডেন্টাল কলেজ, ইনস্টিটিউট, ইউনিট এ ২০২১-২২ শিক্ষাবর্ষে বিডিএস কোর্সে ভর্তির জন্য আবেদন করার আহ্বান করা হইল।
ডেন্টাল কলেজে যে সব শিক্ষার্থী ভর্তি হতে চায় সেসব শিক্ষার্থীরা আবেদনের পূর্বে ডেন্টাল কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২১-২০২২ এর যেসব শর্তসমূহ অবশ্যই জানতে হবে সেইসব বিষয়ে নিয়ে এই আর্টিকেল টি লিখা হয়েছে এবং ডেন্টাল কলেজ কোর্স ভর্তি বিজ্ঞপ্তি ২০২১-২০২২ সম্পর্কিত বিভিন্ন তথ্য যুক্ত করা হয়েছে। ডেন্টাল কলেজ কোর্স ২০২১-২০২২ এ ভর্তিইচ্ছু শিক্ষার্থীদের জন্য আর্টিকেলটি Must needed.

ডেন্টাল কলেজ কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি ২০২১-২০২২ 
·        আবেদন শুরুঃ ২০ মার্চ ২০২২ইং (দুপুর ১২.০০ টা হতে)

·        আবেদন লিঙ্কঃ dghs.teletalk.com.bd

·        আবেদন ফিঃ ১০০০ হাজার টাকা

·        আবেদনের শেষ সময়ঃ ৩০ মার্চ ২০২২ ( রাত ১১.৫৯)

·        আবেদন ফি জমার শেষ তারিখ: ৩১ মার্চ ২০২২ ইং

·        প্রবেশপত্র ডাউনলোড তারিখঃ ১৭ থেকে ১৯ এপ্রিল ২০২২ ইং

·        ভর্তি পরীক্ষার তারিখঃ২২ এপ্রিল ২০২২ ইং

·        অফিসিয়াল ওয়েবসাইটঃ www.dghs.gov.bd

 

 সকল বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি পেতে এখানে ক্লিক করুন

ডেন্টাল কলেজ কোর্স ২১-২২ ভর্তির যোগ্যতা

• এসএসসি বা সমমান এবং এইচএসসি বা সমমান দুটি পরীক্ষায় মোট জিপিএ সর্বনিম্ন ৯.০০ হতে হবে। সকল দেশী এবং বিদেশী শিক্ষার্থী আবেদন করতে পারবে।
• পার্বত্য জেলার অ-উপজাতী ও উপজাতীয় প্রার্থীদের এসএসসি সমমান ও এইচএসসি সমমান পরীক্ষায় মোট জিপিএ সর্বনিম্ন ৮.০০ হতে হবে। এক্ষেত্রে যদি কোন পরীক্ষায় এককভাবে জিপিএ ৩.৫০ এর কম হয় তাহলে আবেদনের যোগ্য হবেন না।
• ডেন্টাল কলেজ কোর্স ২০২১-২০২২ ভর্তিচ্ছু সকল শিক্ষার্থীদের এইচএসসি বা সমমান পরীক্ষায় জীববিজ্ঞান বিষয়ে – এ ন্যূনতম জিপিএ ৩.৫০ থাকা অত্যাবশক।

ডেন্টাল কলেজ কোর্সে ভর্তির মেধা তালিকা প্রণয়ন

১/ ডেন্টাল কলেজ কোর্স ভর্তি বিজ্ঞপ্তি ২০২১-২০২২ মতে, লিখিত পরিক্ষাতে অংশ গ্রহন করা পরিক্ষার্থীর প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কর্তন করা হবে। লিখিত পরীক্ষায় ৪০ নম্বর বা এর কম প্রাপ্তরা অকৃতকার্য বলে গণ্য হবে। কোন অকৃতকার্য পরীক্ষার্থীকে মেধা তালিকায় অন্তর্ভুক্ত করা হবে না।

২/ সকল পরিক্ষার্থীদের ক্ষেত্রেই এসএসসি এবং এইচএসসি বা সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ মোট ২০০ নম্বর হিসেবে নির্ধারণ করে নিম্নলিখিত ভাবে মূল্যায়ন করা হবে।

৩/ সকল পরিক্ষার্থীদের ক্ষেত্রে এসএসসি বা সমমান পরীক্ষাতে প্রাপ্ত জিপিএ ১৫ গুণ = ৭৫ নম্বর (সর্বোচ্চ)।

৪/ সকল পরিক্ষার্থীদের ক্ষেত্রে এইচএসসি বা সমমান পরীক্ষাতে প্রাপ্ত জিপিএ ২৫ গুণ = ১২৫ নম্বর (সর্বোচ্চ)।

৫/ ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষা ২০২১-২০২২ এ পূর্ববর্তী বছরে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ সকল পরীক্ষার্থীদের মোট নম্বর (এসএসসি সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এর ১৫ গুণ +এইচএসসি সমমান পরীক্ষায় প্রাপ্ত মোট জিপিএ এর ২৫ গুণ + ভর্তি পরীক্ষায় অর্জিত নম্বর) থেকে মোট ০৫ নম্বর এবং পূর্ববর্তী বছরে সরকারী ও বেসরকারী বিভিন্ন ডেন্টাল কলেজ, ইউনিট, ইনস্টিটিউট এ ভর্তিহয়া শিক্ষার্থীদের ক্ষেত্রে সর্বমোট প্রাপ্ত নম্বর থেকে ৭.৫ নম্বর কর্তন বা বাতিল করার মাধ্যমে মেধা তালিকা তৈরি করা হবে।

৬/ অনুচ্ছেদ ০৮ এ বর্ণিত পদ্ধতিতে এসএসসি সমমান এবং এইচএসসি সমমান পরীক্ষাতে প্রাপ্ত নম্বর এবং লিখিত ভর্তি পরীক্ষাতে প্রাপ্ত নম্বরের যোগ ফল এর ভিত্তিতে মেধা তালিকা প্রণয়ন করা হবে।

ডেন্টাল ভর্তি পরীক্ষা ২০২১-২০২২ এ বিষয়ভিত্তিক মানবণ্টন

বিষয় মান
ইংরেজি ১৫ নম্বর
রসায়ন ২৫ নম্বর
পদার্থ ২০ নম্বর
জীববিজ্ঞান ৩০ নম্বর
বাংলাদেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধ (সাধারণ জ্ঞান) ১০ নম্বর
মোট নম্বর ১০০ নম্বর

 

বিভিন্ন ডেন্টাল কলেজের আসন সংখ্যা

কলেজ কোড নাম আসন সংখ্যা
৫১ ঢাকা ডেন্টাল কলেজ ১১০
৫২ চট্টগ্রাম মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট ৬০
৫৩ রাজশাহী মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট ৫৯
৫৪ ডেন্টাল ইউনিট, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ৫৬
৫৫ ডেন্টাল ইউনিট , স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ৫২
৫৬ ময়মনসিংহ মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট ৫২
৫৭ ডেন্টাল ইউনিট , এমএজি ওসমানী মেডিকেল কলেজ ৫২
৫৮ শের-ই-বাংলা মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট ৫২
৫৯ রংপুর মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট ৫২

ডেন্টাল কলেজ ভর্তি আবেদন করতে

 

ডেন্টাল ভর্তি পরীক্ষা ২০২১-২০২২ এডমিট কার্ড ডাউনলোড

ডেন্টাল ভর্তি পরীক্ষা ২০২২ এডমিট কার্ড ডাউনলোড 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button