ঢাবির ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
যেভাবে দেখবেন ঢাবির ‘গ’ ইউনিটের ফল
ঢাবির ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা শিক্ষা অনুষদভূক্ত ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।
রোববার (৩ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের আবদুল মতিন চৌধুরী ভার্চ্যুয়াল শ্রেণিকক্ষে এ ফলাফল ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান৷
প্রকাশিত ফলাফলে ২৯ হাজার ৯৯৭ জন শিক্ষার্থী অংশ নিয়েছে। তার মধ্যে, উত্তীর্ণ হয়েছেন ৪২৮৯ জন। পাশের হার ১৪.৩০ শতাংশ। এ ইউনিটে ভর্তির সুযোগ পাবে ৯৩০ জন শিক্ষার্থী।
এর আগে, গত ৩ জুন ঢাকা ও ঢাকার বাইরে সাতটি বিভাগীয় শহরে একযোগে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: ঢাবির ‘ঘ’ ইউনিটের ফল প্রস্তুত, যেকোন সময় প্রকাশ
ঢাবির ‘গ’ ইউনিটে ভর্তি পরীক্ষার ফল যেভাবে দেখবেন
ফল ঘোষণার পরপরই শিক্ষার্থীরা তাদের পরীক্ষার ফলাফল দেখতে পারছেন। বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট (https://admission.eis.du.ac.bd) থেকে এই ফলাফল দেখা যাচ্ছে। এছাড়া, ডিন অফিস থেকে ফলাফল জানা যাবে। উত্তীর্ণ প্রার্থীদের মেধাতালিকাও ডিন অফিসে প্রদর্শিত করা হবে।
এছাড়াও পরীক্ষার্থী রবি, এয়ারটেল, বাংলালিংক অথবা টেলিটক নম্বর থেকে এসএমএসের মাধ্যমে ভর্তি পরীক্ষার ফলাফল জানতে পারবেন।
এসএমএসের পদ্ধতি:
DU> Space> GA> Space> Roll Number টাইপ করে ১৬৩২১ নম্বরে পাঠালে ফিরতি মেসেজে পরীক্ষার ফলাফল জানা যাবে।
2 Comments