ঢাবির ‘ঘ’ ইউনিটের ফল প্রস্তুত, যেকোন সময় প্রকাশ
ঢাবির ‘ঘ’ ইউনিটের ফল প্রকাশের তারিখ
২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রস্তুত করা হয়েছে। যেকোন মুহূর্তে পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত সপ্তাহে ‘ঘ’ ইউনিটের ফল তৈরির কাজ শেষ হয়েছে। ফলাফল ইতিমধ্যে অনলাইন ভর্তি কমিটির কাছে হস্তান্তর করা হয়েছে। কিন্তু ‘ক’ ইউনিটের ফল প্রকাশিত না হওয়ার কারণে ‘ঘ’ ইউনিটের ফল প্রকাশ করা হচ্ছেনা।
সূত্র আরও জানায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ইউনিটের পরীক্ষা আগে অনুষ্ঠিত হয়েছে ওই্ ইউনিটের ফল আগে প্রকাশিত হবে। সে হিসেবে প্রথমে ‘খ’ ইউনিটের ফলাফল প্রকাশিত হয়েছে।
আগামীকাল রবিবার ‘গ’ ইউনিটের ফলাফল প্রকাশের তারিখ নির্ধরাণ করেছে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ। পরদিন সোমবার (৪ জুলাই) বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ফলাফল প্রকাশের কথা রয়েছে। এরপরেই ঘ’ ইউনিটের ফল প্রকাশ করা হবে।
এ বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়া রহমান বলেন, আমাদের ফলাফল তৈরির কাজ শেষ হয়েছে। শিগগিরই ফলাফল প্রকাশ করা হবে।
One Comment