ঢাবির ভর্তি পরীক্ষা শুরু ২৯ এপ্রিল
ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ২০২৩
ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ২০২৩
২০২২-২৩ শিক্ষাবর্ষের ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা আগামী ২৯ এপ্রিল ২০২৩ থেকে শুরুর সুপারিশ করা হয়েছে।
১২ জানুয়ারি ২০২৩ তারিখে বিশ্ববিদ্যালয়ের সাধারণ ভর্তি কমিটির সভায় এ সুপারিশ করা হয়।
ভর্তি কমিটির সভা সূত্রে জানা গেছে- ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা চারুকলা ইউনিট দিয়ে শুরু হবে। ২৯ এপ্রিল ২০২৩ তারিখে চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এছাড়া ৬ মে ২০২৩ তারিখে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট, ১২ মে ২০২৩ তারিখে বিজ্ঞান ইউনিট, ১৩ মে ২০২৩ তারিখে ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিষয়টি নিশ্চি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান বলেন, আগামী ২৯ মে থেকে শুরুর একটা সুপারিশ করা হয়েছে। আগামী ৩০ জানুয়ারি একাডেমিক ভর্তি পরীক্ষার সভায় এটি চূড়ান্ত করা হবে।####