ধ দিয়ে শব্দ গঠন এবং ধ দিয়ে বাক্য গঠন করার সহজ পদ্ধতি
ধ দিয়ে শব্দ গঠন এবং ধ দিয়ে বাক্য গঠন
ধ দিয়ে শব্দ গঠন এবং ধ দিয়ে বাক্য গঠন করার সহজ পদ্ধতি
এক বা একাধিক ধ্বনি মিলে শব্দের সৃষ্টি হয়। Example হিসেবে আমরা বলতে পারি মানুষ। এখানে পাঁচটি ধ্বনি আছে। ম+আ+ন+উ+শ(ষ)। বাংলা বর্ণমালার প্রতিটি বর্ণ দিয়ে শব্দ তৈরি করা যায়। তবে ধ দিয়ে শব্দ তৈরি করা একটু কঠিন। কেননা ধর সাথে এমন কতগুলো সংযুক্ত শব্দ তৈরি হয় যেগুলো উচ্চারণ বেশ কঠিন। তাই আজকে আমরা শিখব কিভাবে ধ দিয়ে শব্দ গঠন করতে হয়। এবং কিভাবে ধ দিয়ে বাক্য ঘটন করতে হয় তাও শিখব।
তো চলুন আমাদের আজকের আর্টিকেল শুরু করি।
“ধ” আসলে কি?
“ধ” শব্দটির সাথে আমরা আমাদের শিশুকাল থেকেই পরিচিত। আমরা জানি “ধ” হচ্ছে একটি ব্যঞ্জনবর্ণ এবং বাংলা ব্যঞ্জনবর্ণের ১৯ তম হল “ধ”। “ধ” কি তা আমরা জানি সুতরাং “ধ” নিয়ে তেমন কিছু বলার নেই। তবে “ধ” এর উচ্চারণ স্থান এবং “ধ” দিয়ে শব্দ গঠন নিয়ে, কিংবা “ধ” দিয়ে বাক্য গঠন নিয়ে বিস্তর আলোচনার প্রয়োজন রয়েছে।
“ধ” এর উচ্চারণ স্থান
এপর্যায়ে, আমরা শিখব এর ধ এর উচ্চারণ স্থান। ধ ব্যঞ্জনবর্ণ টি অগ্র দন্তমূল হতে উচ্চারিত হয়। অর্থাৎ দাঁতের অগ্রভাগ থেকে ধ বর্ণটি উচ্চারিত হয়। এবং আমরা জানি যে বর্ণ গুলো অগ্র দন্তমূলীয় বা দাঁতের আশপাশ থেকে উচ্চারিত হয় সেগুলো কে দন্ত্য বর্ণ বলে। ধ উচ্চারণের সময় জিব্বা অনেকটা সামনের দিকে প্রসারিত হয় এবং জিব্বার অগ্রভাগ দাঁতের পাটিকে স্পর্শ করে।
স্বরবর্ণ এর সাথে “ধ” এর উচ্চারণ
ধ বর্ণটির সাথে অন্যান্য স্বরবর্ণ যুক্ত হলে উচ্চারণের ভিন্নতা হয়। যা অবশ্যই জানা প্রয়োজন। এগুলো না জানলে আপনার উচ্চারণ কখনোই সঠিক হবে না। ধ এর সাথে অন্যান্য স্বরবর্ণ যুক্ত হলে কিভাবে উচ্চারিত হয় নিচে তার কিছু উদাহরণ তুলে ধরা হলো।
স্বরবর্ণ | ধ এর সাথে উচ্চারিত হলে |
অ | ধ |
আ | ধা |
ই | ধি |
ঈ | ধী |
উ | ধু |
ঊ | ধূ |
ঋ | ধৃ |
এ | ধে |
ঐ | ধৈ |
ও | ধো |
ঔ | ধৌ |
ধ দিয়ে যুক্তবর্ণ গঠন এবং উচ্চারণ
ধ দিয়ে যুক্তবর্ণ উচ্চারণ সবসময় একটি কঠিন বিষয় ছিল। Usally, শিক্ষার্থীদের জন্য যুক্তবর্ণ তৈরি করা একটু কঠিন। তবে যদি যুক্ত বর্ণের সঠিক নিয়ম মেনে পড়া যায় তবে যুক্তবর্ণ খুবই সহজ। যুক্তবর্ণের নিয়ম জানা ছাড়া কখনই সঠিকভাবে উচ্চারণ করা সম্ভব হবে না। নিচে ধ দিয়ে বেশকিছু যুক্তবর্ণ তৈরি করে দেখানো হলো।
শব্দ | যুক্তবর্ণ | উদাহরণ |
ধ + ব | ধ্ব | ধ্বংস |
ধ + য | ধ্য | অবাধ্য |
ধ + র | ধ্র | ধ্রুবক |
ধ + র + উ | ধ্রু | ধ্রুব |
ধ দিয়ে শব্দ গঠন ও বাক্য গঠন
শব্দ গঠন |
বাক্য রচনা |
ধান | বাংলাদেশে বর্তমানে প্রচুর ধান হয়। |
বাধ্য | সে আমাকে কাজটি বাধ্য করল, নাহয় করতাম না। |
ধন-সম্পত্তি | প্রচুর ধন-সম্পত্তি ই সুখের মূল নয়। |
ধ্বংস | বৈশ্বিক উষনায়নের ফলে পৃথিবীর ধ্বংস ঘনিয়ে আসছে। |
ধন্যবাদ | ধন্যবাদ, আপনার সহযোগীতা আমি ভুলব না। |
ধ্বনি | ধ্বনিই ভাষার মূল উপাদান। |
বিধবা | বিধবা বিবাহ প্রথা সমাজের জন্য একটি আশির্বাদ ছিল। |
আধুনিক | আধুনিক বিশ্বে সবাই একটি গ্রামের বাস করছে। |
ধন্য | সন্তানের সৎকাজে বাবা মা ধন্য মনে করেন নিজেদের। |
মূলত এভাবেই ধ দিয়ে শব্দ গঠন করতে হয়। তাছাড়া আমরা আজকের আর্টিকেলে কিভাবে ধ দিয়ে শব্দ ঘটন করতে হয় তার বেশ কিছু উদাহরণ দেখলাম।
আমাদের পিডিএফ বই কালেকশান গুলো পেতে |
আরো পড়ুন- ধ্বনি কাকে বলে? ধ্বনি কত প্রকার?
আরো পড়ুন- শব্দ গঠন বলতে কি বোঝ? নতুন শব্দ গঠনের উপায় কি কি?
আরো পড়ুন- বাক্য কাকে বলে? একটি সার্থক বাক্যের কী কী গুণ থাকা আবশ্যক?
তাছাড়া আপনি যদি ভিডীওর মাধ্যমে পড়াশুনা করতে পচন্দ করেন তাহলে এই ভিডিওটি দেখুন।
overall, আমরা চেষ্টা করি সর্বোচ্চ ইনফরমেটিভ কন্টেন্ট দিতে। কেননা, এটি একটি শিক্ষামূলক ওয়েবসাইট। আমাদের আর্টিকেল টি ভাল লাগলে শেয়ার করুন যেন আপনার কমিউনিটির মানুষ খুব সহজেই একটি ভাল আর্টিকেল পেতে পারে। এবং কিভাবে ধ দিয়ে শব্দ গঠন করতে হয় তা যেন জানতে পারে।
ধন্যবাদ।