ন্যায়পাল কি বা কাকে বলে? ন্যায়পালের উৎপওি ও কার্যাবলী
সুশাসন প্রতিষ্ঠায় ন্যায়পাল কতটা জরুরি
ন্যায়পাল
‘ন্যায়পাল’ শব্দটির ইংরেজি প্রতিশব্দ Ombudsman. যার অর্থ প্রতিনিধি বা মুখপাত্র। ন্যায়পাল অন্যের জন্য কথা বলবেন। ১৮০৯ সালে সুইডেনে সর্বপ্রথম ন্যায়পালের পদ সৃষ্টি হয়। পরে বিশ্বের অনেক দেশে এ পদ সৃষ্টি হয়েছে। তার মধ্যে- ১৯১৯ সালে ফিনল্যান্ডে, ১৯৫৫ সালে ডেনমার্কে, ১৯৬১ সালে নিউজিল্যান্ডে, ১৯৬৭ সালে গ্রেট ব্রিটেনে এবং অস্ট্রেলিয়ায় ১৯৭৩ সালে। ১৯৭২ সালে বাংলাদেশের সংবিধান প্রণীত হয়। বাংলাদেশ সংবিধানের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো ন্যায়পাল’ পদ সৃষ্টি। সংবিধানের ৭৭ নং অনুচ্ছেদে ন্যায়পাল পদ সৃষ্টি কথা বলা হয়েছে। সংবিধানের ৭৭ নং অনুচ্ছেদে বলা হয়েছে- জাতীয় সংসদ আইনের দ্বারা ন্যায়পাল পদ প্রতিষ্ঠার জন্য বিধান রাখতে পারবেন।
বাংলাদেশ সংবিধানে ‘ন্যায়পাল’ এর পদমর্যাদা অনেক গুরুত্বপূর্ণেএবং সম্মানজনক। ন্যায়পাল স্বাধীন ও নিরপেক্ষভাবে তার ওপর অর্পিত দায়িত্ব পালন করতে পারবেন। একজন দক্ষ, বিচক্ষণ, জ্ঞানী ও আইনজ্ঞ ব্যক্তি ন্যায়পাল হবেন । তিনি প্রজাতন্ত্রের নির্বাহী কার্য ব্যবস্থার যথার্থতা নির্ণয়েরও সংরক্ষণের অন্যতম নিয়ামক। ন্যায়পাল যে সমস্ত গুরুত্বপূর্ণ কার্যাবলী সম্পাদন করতে পারবেন তা নিচে উল্লেখ করা হলো:
১. ন্যায়পাল জাতীয় সংসদের আইন অনুসারে যেকোনো মন্ত্রণালয়, সরকারি কর্মচারী কিংবা সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষের গৃহীত কার্য ব্যবস্থা সম্পর্কে তদন্ত করতে পারবেন।
২. কোনো ব্যক্তির কাছ থেকে অভিযোগ পাওয়ার পর উক্ত অভিযোগের বিবরণ তদন্ত কমিটির নিকট পাঠাতে পারবেন।
৩. জাতীয় সংসদ ন্যায়পালকে সেরূপ ক্ষমতা কিংবা যেরূপ দায়িত্ব প্রদান করবে তিনি সেরূপ ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন।
৪. ন্যায়পাল তার দায়িত্ব পালন সম্পর্কে বার্ষিক রিপোর্ট প্রণয়ন করবেন এবং তা জাতীয় সংসদে উত্থাপন করবেন।
৫. কোনো অভিযোগ তদন্তের পর ন্যায়পাল যদি মনে করেন যে, অভিযোগকারী অথবা অন্যকোনো ব্যক্তির প্রতি অবিচার করা হয়েছে তাহলে ন্যায়পাল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত রিপোর্টে
অন্যায়ের প্রতিবিধান করার সুপারিশ করতে পারবেন। ন্যায়পালের মূল কাজ হলো নাগরিক অধিকারকে প্রশাসনের দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার থেকে রক্ষা করা। সকল পর্যায়ের সরকারি কর্মকর্তাগণ দেশের আইন ও সংবিধান সঠিকভাবে মেনে চলছেন কিনা বা সেই আলোকে দায়িত্ব পালন করছেন কিনা, তাদের কাজ দ্বারা নাগরিক অধিকার বিনষ্ট হচ্ছে কিনা বা তারা অন্যায়ভাবে হয়রানির শিকার হচ্ছেন কিনা সে বিষয়ে লক্ষ রাখার জন্যই ন্যায়পাল পদ সৃষ্টি করা হয়েছে। কিন্তু ন্যায়পাল পদ সৃষ্টি হলেও বাংলাদেশে এখনও ন্যায়পাল নিয়োগ করা হয়নি।
#######
Related Keyword: ন্যায়পাল কি, ন্যায়পাল কাকে বলে, ন্যায়পালের কাজ কি, ন্যায়পাল কার সমান ক্ষমতার অধিকারী, ন্যায়পাল এর ইংরেজি প্রতিশব্দ কি,ন্যায়পাল অর্থ, ন্যায়পাল বলতে কী বোঝায়, ন্যায়পাল অর্থ কি, ন্যায়পাল সংবিধান, ন্যায়পাল বলতে কি বুঝ, ন্যায়পাল শব্দের অর্থ, ন্যায়পাল পদ কি, ন্যায়পাল সম্পর্কে, ন্যায়পাল শব্দের ইংরেজি।