পরম মান কাকে বলে? পরম মানের বৈশিষ্ট্য
পরম মান নিয়ে বিস্তারিত আলোচনা
আমাদের আজকের আলোচনা পরম মান কাকে বলে, পরম মানের বৈশিষ্ট্য গুলো নিয়ে। চলুন পরম মান এর জিরো থেকে হিরো লেভেলে জেনে নিই।
পরম মান বা মডুলাস এমন একটি সংখ্যা যার কোন ঋণাত্বক মান নেই। কোন সংখ্যা‘র পরম মানকে সংখ্যারেখা‘য় মূলবিন্দু থেকে সংখ্যাটি‘র দূরত্ব হিসেবে বিবেচনা করা যায়। দুরত্ব যেহেতু ঋণাত্বক হ‘য়না। সেহেতু পরম মানও ঋণাত্বক হয় না।
পরম মান কি? কাকে বলে? (What is modulus or absolute value in Bangla)
কোন বাস্তব সংখ্যা y এর পরম মা`ন বা মডুলাস (প্রতীক: |y|) বলতে সংখ্যাটির শুধুমাত্র সাংখ্যি`ক মান`কে বোঝায়। অর্থাৎ, +20 এর পরম মান যেমন 20 তেমনি -20 এর পরম মানও 20। কোন সংখ্যার পরম মান‘কে সংখ্যারেখা‘য় মূলবিন্দু থেকে সংখ্যাটি‘র দূরত্ব হিসেবে ভাবা যায়।
ধরি, যেকোন বাস্তব সংখ্যা y. সুতরাং y এর পরম মানকে আমরা |y| দ্বারা প্রকাশ করা যায় এবং নিম্নোক্ত ভাবে সংজ্ঞায়িত করা হয়ঃ
|y|= y. if y≥0
= -y. if y<0
উপরের সংজ্ঞা থেকে বলা যায়, y এর পরম মান সবসময়ই ধনাত্বক হবে, y এর পরম মান কখনোই ঋণাত্বক হতে পারবে না।
আবার, যেহেতু + বা – চিহ্ন বর্জিত বর্গমূলচিহ্ন শুধুমাত্র ধনাত্বক বর্গমূলকে নির্দেশ করে। অর্থাৎ,
| y |= √ y²
যা কোথাও কোথাও পরম মানের সংজ্ঞা হিসেবে ব্যবহৃত হয়। এ বিষয়ে আরও জানতে ক্লিক করুন এখানে..
আরও পড়ুন:
বাস্তব সংখ্যা কাকে বলে? মূলদ ও অমূলদ সংখ্যা কাকে বলে?
স্বাভাবিক সংখ্যা কাকে বলে? স্বাভাবিক সংখ্যার উৎপত্তি
সেট কাকে বলে? সেট কত প্রকার ও কি কি?
####
এই পোস্ট থেকে আমরা পরম মান কাকে বলে? পরম মানের বৈশিষ্ট্য সম্পর্কে জানতে পারলাম। পোস্টটি কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানান। ধন্যবাদ।