প্রাথমিকের বৃত্তি পরীক্ষার তারিখ প্রকাশ
প্রাথমিকের বৃত্তি পরীক্ষা কবে?
আগামী ২৯ ডিসেম্বর ২০২২ তারিখে প্রাথমিকে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এদিন সকাল ১১টা থেকে দেশের সকল উপজেলা পর্যায়ে এ পরীক্ষা শুরু হবে। তবে, ২৭ ডিসেম্বর ২০২২ তারিখে বৃত্তি পরীক্ষার প্রবেশপত্র বিতরণ শুরু হবে। ২১ ডিসেম্বর ২০২২ তারিখের মধ্যে প্রাথমিক বিদ্যালয়গুলো পঞ্চম শ্রেণির বার্ষিক পরীক্ষার ফলালফ প্রকাশ করবে।
৯ ডিসেম্বর ২০২২ তারিখে এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
বিজ্ঞপ্তির বলা হয়, মোট ১০০ নম্বরে পরীক্ষা অনুষ্ঠিত হবে। মোট সময় থাকবে ০২ ঘন্টা। পঞ্চম শ্রেণির মোট শিক্ষার্থীর ১০ শতাংশ শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিতে পারবে।
সূত্র জানায়, মহামারি করোনার কারণে গত দুই বছর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। এবছরও প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা আয়োজনের পরিকল্পনা সরকারের নেই। তবে, প্রচলিত নিয়ম ও পদ্ধতিতে আলাদা বৃত্তি পরীক্ষা নিবে সরকার।
#####