ফেসবুকের ইমেইল পরিবর্তন করবেন যেভাবে

ফেসবুকের ইমেইল পরিবর্তন করবেন যেভাবে

বর্তমান বিশ্বের অন্যতম সামাজিক যোগাযোগ মাধ্যম হচ্ছে ফেসবুক। ষোল বছরের নিচে থেকে শুরু করে আট বছরের বৃদ্ধ পর্যন্ত এখন ফেসবুক ব্যবহার করে। যুগের সাথে তাল মিলিয়ে প্রতিনিয়ত নানা ফিচার যুক্ত হচ্ছে সাইটটিতে।

বর্তমান বিশ্বের প্রায় ২.৯ বিলিয়ন মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্যবহার করে থাকেন। যাদের মধ্যে বেশির ভাগ ব্যবহারকারী নিজের মোবাইল নম্বর কিংবা ইমেইল ব্যবহার করে ফেসবুক অ্যাকাউন্ট খুলেছেন।

আরও পড়ুন:

ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ভেরিফাই করার উপায়

টুইটার অ্যাকাউন্ট ডিঅ্যাকটিভ করার ‍নিয়ম

তবে, আপনি চাইলে যে মোবাইল নম্বর বা জিমেইল দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট খুলেছেন সেটি পরিবর্তন করতে পারবেন। আজকে আপনাদের সেটি জানাবো। তাহলে চলুন শুরু করি…..

ফেসবুকের ইমেইল পরিবর্তন করার নিয়ম

কম্পিউটারে ফেসবুক ইমেইল পরিবর্তন করবেন যেভাবে-

> প্রথমে কম্পিউটারের যে কোনো একটি ব্রাউজার থেকে ফেসবুক অপেন করুন।

> তারপর লগইন করে ডানদিকের উপরের কর্নারে থাকা আপনার প্রোফাইল আইকনে ক্লিক করুন।

> এরপর Settings & Privacy অপশন আসবে। সেখানে ক্লিক করুন।

> তারপর Settings আসবে সেখানে ক্লিক করুন।

আরও পড়ুন:

যেসব কারণে বন্ধ হতে পারে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট

বাংলা ভাষায় ফেসবুক ব্যবহার করার উপায়

> তারপর Account Settings অপশনে ক্লিক করুন।

> তারপর নিচে General অপশনে ক্লিক করুন।

> তারপর ডানদিকে অনেকগুলো অপশন দেখতে পাবেন। সেখান থেকে Contact এর পাশে Edit এ ক্লিক করুন।

> তারপর Add another email or mobile number অপশনে ক্লিক করুন।

> এরপর নতুন ইমেইল প্রদান করুন ও Add বাটনে ক্লিক করুন।

> এরপর আপনার ইমেইলে একটি মেইল পাঠাবে ফেসবুক। সেখানে আসা কোড প্রদান করে নতুন ইমেইল যুক্ত করার ব্যাপারটি কনফার্ম করুন।

আরও পড়ুন:

যেভাবে বন্ধ করবো ফেসবুকের কমেন্ট সেকশন

ফেসবুক গ্রুপের নোটিফিকেশন বন্ধের উপায়

> পূর্বে ব্যবহৃত ইমেইলটিকে বাদ দিতে নতুন ইমেইলটিকে আপনার প্রাইমারি ইমেইলে পরিবর্তন করতে হবে।

> এরপর নতুন যুক্ত করা ইমেইল এর পাশে Make Primary লেখায় ক্লিক করতে হবে।

> এরপর আপনার ফেসবুকের পাসওয়ার্ড দিয়ে Save এ ক্লিক করতে হবে।

> এরপর আগের ইমেইলের পাশে থাকা Remove অপশনে ক্লিক করতে হবে।

> এরপর উক্ত ইমেইল রিমুভ করতে ফেসবুক পাসওয়ার্ড প্রদান করে Save এ ক্লিক করুন।

 

মোবাইলে ফেসবুক ইমেইল পরিবর্তন করবেন যেভাবে-

> প্রথমে আপনার ফোনে থাকা ফেসবুক অ্যাপে প্রবেশ করুন।

> তারপর উপরের ডান দিকের কোনায় থ্রি-লাইন অথবা আপনার ইমেজ যুক্ত আইকন দেখতে পাবেন সেখানে ক্লিক করুন।

> ক্লিক করারপর Settings & Privacy অপশন পাবেন। সেখানে ক্লিক করুন।

> তারপর Settings অপশনে ক্লিক করুন।

আরও পড়ুন:

ফেসবুক হ্যাক হওয়া থেকে বাঁচার উপায়

ফেসবুক প্রোফাইল ও পেজ ভেরিফাই করার নিয়ম

> এবার Personal Information অপশনে ক্লিক করুন।

> এরপর Contact Info অপশনে ক্লিক করুন।

> Add Email Address অপশনে ক্লিক করুন।

> নতুন ইমেইল এড্রেস দিন। এবার আপনার ফেসবুক পাসওয়ার্ড চাইবে সেটি দিন। তারপর Add email Adress ক্লিক করুন।

> এরপর আপনার ইমেইলে একটি মেইল পাঠাবে ফেসবুক। সেখানে আসা কোড প্রদান করে নতুন ইমেইল যুক্ত করার ব্যাপারটি কনফার্ম করুন।

> আবার Contact Info অপশনে ক্লিক করে নতুন ইমেইলটি সিলেক্ট করুন এবং Make Primary অপশনে ক্লিক করুন।

> এরপর Contact Info অপশনে আবার প্রবেশ করে পুরাতন ইমেইল সিলেক্ট করে Remove সিলেক্ট করুন।

> পাসওয়ার্ড প্রদান করুন এবং Remove Email এ ক্লিক করুন।

আরও পড়ুন:

যেভাবে বন্ধ করবো ফেসবুকের কমেন্ট সেকশন

ফেসবুক গ্রুপের নোটিফিকেশন বন্ধের উপায়

###

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button