বাক্য কাকে বলে? অর্থ অনুসারে বাক্য কয় প্রকার ও কী কী?
অর্থ অনুসারে বাক্যের প্রকারভেদ
বাক্য কাকে বলে? অর্থ অনুসারে বাক্য কয় প্রকার ও কী কী?
আজকের এই পোস্টে আমরা বাক্য কাকে বলে? অর্থ অনুসারে বাক্য কত প্রকার ও কি কি? তা নিয়ে বিস্তারিত আলোচনা করবো।
বাক্য কাকে বলে?
যে সুনিব্যস্ত পদ বা পদসমষ্টি দ্বারা কোনো বিষয়ে বক্তার সম্পূর্ণ মনোভাব প্রকাশ পায়, তাকে বাক্য বলে।
যেমন, করিম ফুটবল খেলে। হাবিব প্রতিদিন স্কুলে যায়। রহিমা ভাত খাচ্ছে ইত্যাদি।
উপরের প্রতিটি বাক্যে বক্তার সম্পূর্ন মনোভাব প্রকাশিত হয়েছে।
ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের মতে, কোনো ভাষায় যে উক্তি‘র স্বার্থ‘কতা আছে এবং গঠ‘নের দিক থেকে যা স্বয়ং‘সম্পূর্ণ, সেরূপ একক উক্তি‘কে ব্যাকরণে বাক্য বলে।
আরও পড়ুন:
বাক্য কাকে বলে? গঠন অনুসারে বাক্য কত প্রকার ও কী কী?
বাক্য কাকে বলে? উদ্দেশ্য ও বিধেয় কাকে বলে?
বাক্য কাকে বলে? একটি সার্থক বাক্যের কী কী গুণ থাকা আবশ্যক?
বাক্যের অর্থগত শ্রেণিবিভাগ
অর্থ অনুসারে বাক্যকে ৭ ভাগে ভাগ করা যায়। যথা-
- বিবৃতিমূলক বাক্য।
- প্রশ্নবাচক বাক্য।
- অনুজ্ঞাবাচক বাক্য।
- ইচ্ছা বা প্রার্থনাসূচক বাক্য।
- কার্যকারণাত্মক বাক্য।
- সন্দেহসূচক বাক্য।
- আবেগসূচক বাক্য।
বিবৃতিমূলক বাক্য কাকে বলে?
যে বাক্য দ্বারা কোন কিছু বিবৃতি বা বর্ণনা করা হয় তাকে বিবৃতিমূলক বাক্য বলে। যেমন- রহিম ফুটবল খেলে। গরু মাঠে ঘাস খায়। ইত্যাদি।
বিবৃতিমূলক বাক্য আবার দুই প্রকার। যথা-
অস্থিবাচক বা হ্যাঁ বোধক বাক্য।
নেতিবাচক বা না বোধক বাক্য।
অস্থিবাচক বা হ্যাঁ বোধক বাক্য-
যে বাক্যে দ্বারা কোন ঘটনা, সংবাদ বা অস্তিত্ব স্বীকার করা হয়। তাকে অস্থিবাচক বা হ্যাঁ বোধক বাক্য বলে।
যেমন – সে চুপ করে রইল।
নেতিবাচক বা না বোধক বাক্য-
যে বাক্য দ্বারা কোন ঘটনা, সংবাদ বা অস্তিত্ব স্বীকার অস্বীকার করা হয়। তাকে নেতিবাচক বা না বোধক বাক্য বলে। যেমন – সে চুপ করে রইল না।
প্রশ্নবাচক বাক্য কাকে বলে?
যে বাক্যের দ্বারা কোনো কিছু জিজ্ঞাসা বা প্রশ্ন করা হয়, তাকে তাকে প্রশ্নবোধক বাক্য বলে। প্রশ্নবোধক বাক্য বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন (?) থাকে। যেমন, তোমার নাম কি? তোমার বাসা কোথায়? ইত্যাদি।
আরও পড়ুন:
বর্ণ কাকে বলে? বর্ণ কত প্রকার ও কি কি?
পদ কাকে বলে? পদের প্রকারভেদ কি কি?
ধ্বনি কাকে বলে? ধ্বনি কত প্রকার?
অনুজ্ঞাবাচক বাক্য কাকে বলে?
যে বাক্য দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ, বিধি , নিষেদ ইত্যাদি বুঝায় তাকে অনুজ্ঞাবাচক বাক্য বলে। যেমন, সবসময় সত্য কথা বলবে। দয়া করে এখানে আসুন, বইটি টেবিলে রাখো। ইত্যাদি।
ইচ্ছাসূচক বাক্য কাকে বলে?
যে বাক্যের দ্বারা বক্তার মনের ইচ্ছা, প্রার্থনা, বাসনা, কামনা ইত্যাদি প্রকাশ পায়, তাকে ইচ্ছাসূচক বাক্য বলে। যেমন –
তুমি সুখী হও।
তোমার যাত্রা শুভ হোক।
কার্যকারণাত্মক বাক্য কাকে বলে?
যে বাক্যের মাধ্যমে কোন কারণ বা শর্ত বোঝায়, তাকে কার্যকারণাত্মক বাক্য বলে। যেমন – যদি ভালো করে না পড়ো, তাহলে পরীক্ষায় ফেল করবে।
সন্দেহসূচক বাক্য কাকে বলে?
যে বাক্যের দ্বারা কোন সংশয়, সন্দেহ বা কোন সম্ভাবনা প্রকাশ পায় তাকে সংশয়সূচক বলে। যেমন – হয়তো একদিন সুদিন আসবে।
বিস্ময়সূচক বাক্য কাকে বলে?
যে বাক্যের দ্বারা বক্তার আবেগ, অনুভূতি, বিস্ময় প্রকাশিত হয়, তাকে বিস্ময়সূচক বাক্য বলে। বিস্ময়সূচক বাক্যে বাক্যের শেষে বিস্ময়সূচক চিহ্ন (!) থাকে। যেমন –
কি মজা!
পাখিটি কত সুন্দর!
#######
আজকের এই পোস্ট থেকে আমরা জানতে পারলাম, বাক্য কাকে বলে? অর্থ অনুসারে বাক্য কয় প্রকার ও কী কী?
পোস্টটি কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানান। ধন্যবাদ
Excellent post. I definitely appreciate this website. Thanks!
ধন্যবাদ।