বিশেষ্য কাকে বলে? বিশেষ্য কত প্রকার ও কী কী?
বিশেষ্য পদের প্রকারভেদ
বিশেষ্য
আজকের এই পোস্টের মাধ্যমে আমরা আলোচনা করবো বিশেষ্য কাকে বলে? বিশেষ্য কত প্রকার ও কী কী? তাহলে চলুন শুরু করা যাক..
বিশেষ্য কাকে বলে?
যে শব্দশ্রেণি দ্বারা কোনো ব্যক্তি, বন্ধ, স্থান, কাল, জাতি, সমষ্টি, কর্ম, ভাব বা গুণের নাম বোঝায়, সেগুলোকে বিশেষ্য বলে।যেমন: রবীন্দ্রনাথ, নজরুল, বই, খাতা, ঢাকা, নেত্রকোণা, সকাল, বাঙালি, সমিতি, ভোজন, আনন্দ, মুখ, তারুণ্য, মনন প্রকৃতি।
আরও পড়ুন:
সমাস কাকে বলে? সমাস কত প্রকার?
বাক্য কাকে বলে? অর্থ অনুসারে বাক্য কয় প্রকার ও কী কী?
বিশেষ্য কত প্রকার ও কী কী?
বিশেষ্য প্রধানত সাত প্রকার।
যথা : ১) সংজ্ঞাবাচক বিশেষ্য।
২) সাধারণ বিশেষ্য।
৩) বস্তু বিশেষ্য।
৪) ক্রিয়া বিশেষ্য।
৫) সমষ্টি বিশেষ্য।
৬)বিশেষণজ্ঞাত বা শুণ বিশেষ্য।
৭) ভাব বিশেষ্য।
নিচে এগুলোর সংজ্ঞা ও উদাহরণ দেওয়া হল-
সংজ্ঞাবাচক বিশেষ্য কাকে বলে?
যে বিশেষ্য দ্বারা কোনো একটি ব্যক্তি, স্থান, নদী, পর্বত, দেশ, শহর, গ্রাম, পুস্তক, সৌধ প্রভৃতির নাম বোঝায়, সেগুলোকে সংজ্ঞাবাচক বিশেষ্য বলে। যেমন নজরুল, শেলি, বাংলাদেশ, চীন, পদ্মা, হিমালয়, সন্দ্বীপ, ইলিয়া, তাজমহল স্মৃতিসৌধ ইত্যাদি।
সাধারণ বিশেষ্য কাকে বলে?
যে বিশেষ্য দ্বারা কোনো একাজাতীয় প্রাণী, বস্তু বা বিষয়ের সকলকে বা প্রত্যেককে বোঝায়, তাকে সাধারণ বা জাতিবাচক বিশেষ্য বলে। যেমন ফুল, ফল, পাখি, বই, মানুষ ইত্যাদি।
আরও পড়ুন:
ব্যাকরণিক শব্দশ্রেণি কাকে বলে?
বর্ণ কি বা বর্ণ কাকে বলে? বর্ণ কত প্রকার ও কি কি?
বস্তু বিশেষ্য কাকে বলে?
যে বিশেষ্য দ্বারা কোনো বস্তু বা দ্রব্যকে বোঝায় যা গণনা বা পরিমাণ করা যায়, তাকে বস্তু বিশেষ্য বলে। যেমন। দুধ, পানি, ওষুখ, সোনা, লোহা, কলম, গাছ, পাথর, বাতাস প্রভৃতি।
ক্রিয়া বিশেষ্য কাকে বলে?
যে বিশেষ্য দ্বারা ক্রিয়ার ভাব বা কাজের ভাব প্রকাশ পায়, তাকে ক্রিয়া বিশেষ্য বলে। যেমন: ঘুমানো, রান্না, দর্শন, গমন, শয়ন, পড়া প্রভৃতি।
সমষ্টি বিশেষ্য কাকে বলে?
যে বিশেষ্য দ্বারা কিছু সংখ্যক ব্যক্তি বা প্রাণীর সমষ্টিকে বোঝায়, তাকে সমষ্টি বিশেষ্য বলে। যেমন দল, বাহিনী, বাঁক, জনতা, সভা, সমিতি, সংঘ, পাল, পঞ্চায়েত প্রভৃতি।
বিশেষণজাত বা গুণ বিশেষ্য কাকে বলে?
যে বিশেষ্য দ্বারা কোনো বস্তুর দোষ বা গুণের নাম বোঝায়, তাকে বিশেষণজাত বা গুণ বিশেষ্য বলে। যেমন : তারুণা, সৌন্দর্য, বীরত্ব, ঠিকতা, মধুরতা, ভারলা, সৌরভ, যৌবন প্রভৃতি।
ভাব বিশেষ্য কাকে বলে?
যে বিশেষ্য দ্বারা বিমূর্ত বা মনোগত ভাবের নাম বোঝায় তাকে ভাব বিশেষ্য বলে। যেমন। ইচ্ছা, আনন্দ, দুঃখ, শান্তি, রাগ, পাপ, পুণ্য প্রভৃতি।
###
আরও বিস্তারিত জানতে ভিজিট করতে পারেন এই লিংকে..
আজকের এই পোস্ট থেকে আমরা বিশেষ্য সম্পর্কে
জানতে পারলাম। পোস্টটি কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানান। ধন্যবাদ।