মাতৃভাষা কাকে বলে? What is mother tongue?

মাতৃভাষা

মাতৃভাষা ( mother tongue) 

 

 মাতৃভাষা কাকে বলে?

মাতৃভাষা হলো মায়ের ভাষা। আমরা আমাদের মায়ের কাছ থেকে যে ভাষা শিখেছি তাই মাতৃভাষা (Mother tongue)। অথ্যাৎ একটি শিশু জন্মের পর তার মায়ের মুখ থেকে শুনে যে ভাষা শিখে তাই হলো মাতৃভাষা।

তবে, একটি শিশু যে সবসময় তার মায়ের কাছ থেকে ভাষা শেখে তা নয়। এর ব্যতিক্রমও রয়েছে। অনেক সময় শিশু জন্ম নেওয়ার পর তার মা মারা যায়। তখন তার তার পিতা বা অন্য কেউ ওই শিশুর দায়িত্ব গ্রহন করে।



সুতরাং মায়ের কাছে থেকে শুধুমাত্র ভাষা শিখলেই যে তা মাতৃভাষা হবে এমনটি নয় বরং একজন শিশু বড় হওয়ার সাথে সাথে যে ভাষা শিখে তাই মাতৃভাষা (Mother Language)

একজন বাঙালি মায়ের সন্তান জন্মের পর জাপানি ভাষা শিখে বড় হলে তার প্রথম ভাষা বা মাতৃভাষা কখনো বাংলা হবে না বরং প্রথম যে ভাষা শিখেছে অথ্যাৎ জাপানি ভাষাই হবে তার মাতৃভাষা।



 

###

আজ এতটুকুই। আজ আমরা জানলাম মাতৃভাষা কাকে বলে?  মাতৃভাষা বলতে কি বুঝায়? আর্টিকেলটি ভাল লাগলে অন্যদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।

 

Back to top button