মিশ্র শব্দ কি বা কাকে বলে? কয়েকটি মিশ্র শব্দের উদাহরণ
কয়েকটি মিশ্র শব্দের উদাহরণ
মিশ্র শব্দ
মিশ্র শব্দ কী?
বাংলা ভাষায় ‘মিশ্র শব্দ’ নামে এক ধরনের শব্দ রয়েছে। এগুলো একাধিক দেশি বিদেশী ভাষার মিশ্রণে তৈরি হয়েছে। এগুলোকে সংকর শব্দও বলা হয়।
মিশ্র শব্দ কাকে বলে?
যে সকল শব্দ একাধিক ভাষার শব্দের সমন্বয়ে গঠিত সেসকল শব্দকে মিশ্র শব্দ বলে।
যেমন: হাফহাতা শব্দের হাফ শব্দটি ইংরেজি আর হাতা শব্দটি বাংলা। এখানে একটি ইংরেজি আরেকটি বাংলা শব্দ মিলে হাফহাতা শব্দটি তৈরি হয়েছে ।
কয়েকটি মিশ্র শব্দের উদাহরণ-
-
- রাজা – বাদশা = তৎসম + ফারসি
- ডাক্তার – খানা = ইংরেজি + ফারসি
- হাফহাতা= ইংরেজি+ বাংলা
- চৌ – হদ্দি = ফারসি + আরবি
- মাস্টারি= ইংরেজি + বাংলা
- হেড -মৌলভি = ইংরেজি + ফারসি
- বেসুর = আরবি+তৎসম
- হেড -পন্ডিত = ইংরেজি + তৎসম
- হাট – বাজার = বাংলা + ফারসি ইত্যাদি।
- খ্রিষ্টাব্দ = ইংরেজি + তৎসম
######
এই পোস্ট থেকে আমরা মিশ্র শব্দ কি বা কাকে বলে? কয়েকটি মিশ্র শব্দের উদাহরণ সম্পর্কে জানতে পারলাম। পোস্টটি কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানান। ধন্যবাদ।