মেডিকেল ভর্তি পরীক্ষা, মানতে হবে যেসব নির্দেশনা
মেডিকেল ভর্তি পরীক্ষা ২০২২
২০২১-২২ শিক্ষাবর্ষের দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা সারাদেশে একযোগে আগামী ১লা এপ্রিল অনুষ্ঠিত হবে। এদিন ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ১৯টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। পরীক্ষা ১০ থেকে শুরু হলেও শিক্ষার্তীদের সকাল ৮টা থেকে সাড়ে ৯টার মধ্যে যেতে বলা হয়েছে। এদিন সকাল ৮টায় পরীক্ষা কেন্দ্রের গেট খুলে দেওয়া হবে . সকাল সাড়ে ৯টায় গেট বন্ধ করে দেওয়া হবে। এদিন পরীক্ষা উপলক্ষ্যে বন্ধ থাকবে দেশের সকল মেডিকেল ভর্তি কোচিং সেন্টার।
রবিবার (১৩ মার্চ) এমবিবিএস ভর্তি পরীক্ষা নিয়ে ভর্তি কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সকল বিশ্ববিদ্যালয় ভর্তি সার্কুলার ২০২১-২২ দেখুন
সকল বিশ্ববিদ্যালয় ভর্তি সার্কুলার ২০২১-২২ দেখুন |
মেডিকেল ভর্তি পরীক্ষায় মানবে হবে যেসব নির্দেশনা
২০২১-২২ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশগ্রহন করতে চাইলে কিছু নির্দেশনা মানতে হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. এ কে এম আহসান হাবীব।
আরও পড়ুন: মেডিকেল ভর্তি বিজ্ঞপ্তি ২০২১-২২
পরীক্ষায় যেসব নির্দেশনা মানতে হবে তার মধ্যে রয়েছে-
ক) স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষায় অংশগ্রহন করতে হবে।
খ) পরীক্ষায় শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে। পরীক্ষা চলাকালীন মাস্ক পরা বাধ্যতামূলক।
গ) পরীক্ষায় হাত ঘড়ি, পকেট ঘড়ি, ক্যালকুলেটর, মোবাইল ফোনসহ সকল প্রকার ইলেক্ট্রনিক সামগ্রী নিয়ে প্রবেশ নিষেধ।
ঘ) কেন্দ্রে কর্তব্যরত হল সুপার, শিক্ষকসহ পরীক্ষায় নিয়োজিত কোন ব্যক্তি মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না।
বিশ্ববিদ্যালয় ভর্তি সহায়ক অন্যান্য বই ডাউনলোড করুন এখান থেকে