যে জিকিরে ঈমান তাজা হয়
ঈমান তাজা করার জিকির
ঈমান তাজা করার জিকির
মানুষের ঈমান বাড়ে-কমে। তবে, জিকিরের মাধ্যমে সেই ঈমানকে তাজা করা যায়। মহান আল্লাহর সাথে বান্দার সম্পর্ক ঘনিষ্ঠ হয়। আমাদের প্রিয় নবী কারিম (সা.) ঈমানকে তাজা রাখতে তাকিদ দিয়েছেন। একইসাথে, নিজেকে শিরকমুক্ত রাখতে বলেছেন।
আল হাদিসে এসেছে-
- হজরত আবু হুরায়রা (রা.) বলেন, নবী কারিম (সা.) বলেছেন, ‘‘(প্রত্যেকেই) নিজ নিজ ঈমানকে তাজা করতে থাক। সাহাবীদের মধ্যে কেউ একজন বললো, হে আল্লাহর রাসুল! আমরা কিভাবে নিজ নিজ ঈমান তাজা করবো? রাসুল বললেন, (لَا اِلَهَ اِلَّا الله) ‘লা ইলাহা ইল্লাল্লাহ-এর জিকির বেশি বেশি করতে থাক। (মুসনাদে আহমদ) ।
আরও পড়ুন: দুশ্চিন্তা থেকে মুক্তির দোয়া
- হজরত জাবির ইবনে আবদুল্লাহ (রা.) বলেন, আমি রাসুলুল্লাহ (সা.) কে বলতে শুনেছি, সমস্ত জিকিরের মধ্যে সর্বোত্তম জিকি‘র হচ্ছে- (لَا اِلَهَ اِلَّا الله) ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ ও সর্বোত্তম দো‘য়া হলো- (اَلْحَمْدُ لِلهِ) ‘আল-হামদুলিল্লাহ’। (তিরমিজি)
সুতরাং প্রত্যেম মুমিনের উচিত তার ঈমানকে তাজা রাখা। ঈমান তাজা রাখা ব্যতীত মহান আল্লাহর সান্নিধ্য পাওয়া সম্ভব নয়। আমাদের ঈমান অনেক সময় নানা কারণে দুর্বল হয়ে যায়। জিকিরের মাধ্যমে আমরা আমাদের ঈমানকে তাজা রাখতে পারি। সেজন্য আমাদের বেশি বেশি জিকির করা উচিত। মহান আল্লাহ সবাইকে বেশি বেশি জিকির করার তাওফিক দান করুন। আমিন।
#######