যৌথ পরিবার কাকে বলে? যৌথ পরিবারের সুবিধা ও অসুবিধা
যৌথ পরিবারের সুবিধা ও অসুবিধা
যৌথ পরিবার
পরিবারের কাঠামো ও আকৃতির উপ‘র ভিত্তি করে পরিবারকে দুই ভাগে ভা‘গ করা যায়। যথা-
- একক পরিবার ।
- যৌথ পরিবার।
যৌথ পরিবার কাকে বলে?
যে পরিবারে মা-বাবা, সন্তান-সন্ততি, দাদা-দাদি, ভাই-বোন, চাচা-চাচি ও অন্যান্য পরিজন একত্রে বসবাস করে তাকে যৌথ পরিবার বলে। কয়েকটি একক পরিবারের সমষ্টিকে যৌথ পরিবার বলে। একে বড় পরিবারও বলা হয়। আমাদের দেশে এ ধরনের পরিবার রয়েছে।
আরও পড়ুন – পরিবার কাকে বলে? পরিবারের প্রকারভেদ
যৌথ পরিবারের সুবিধা ও অসুবিধা
যৌথ পরিবারের সুবিধা
যৌথ পরিবারে অনেক সুবিধা রয়েছে। যেমন-
- যৌথ পরিবারে থাকলে সব সময় একে অপরের সাহায্য নেওয়া যায়।
- পরিবারের সন্তানরা সুশিক্ষায় শিক্ষিত হয়।
- পরিবারের সমস্যার সমাধান একত্রে মিলেমিশে করা যায়।
যৌথ পরিবারের অসুবিধা
- একসাথে পরিবারে অনেক মানুষ থাকায় ঝগড়া বিবাদ বেশি হয়।
- সম্পদ বন্টন নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি হয়।
- এ ধরনের পরিবারে কখনো একা সিদ্ধান্ত গ্রহণ করা যায় না।
####
কেমন লাগল আমাদের আজকের আর্টিকেল? যদি আমাদের আর্টিকেলটি আপনার প্রত্যাশা পূরণ করতে সক্ষম হয় তবে শেয়ার করুন। ধন্যবাদ।
3 Comments