সফটওয়্যার, হার্ডওয়্যার ও ফার্মওয়্যারের মধ্যে পার্থক্য

সফটওয়্যার, হার্ডওয়্যার ও ফার্মওয়্যার কী বা কাকে বলে?

সফটওয়্যার, হার্ডওয়্যার ও ফার্মওয়্যার

সফটওয়্যার কী বা কাকে বলে?

১) প্রোগ্রাম বা প্রোগ্রাম সমষ্টি বা কম্পিউটারের হার্ডওয়্যার ও ব্যবহারকারীর মধ্যে সম্পর্ক সৃষ্টির মাধ্যমে হার্ডওয়্যারকে কার্যক্ষম করে তাকে সফটওয়্যার বলে।

২) কম্পিউটারের হার্ডওয়্যারকে তিন ভাগে ভাগ করা।  যথা-

  • সিস্টেম সফটওয়্যার
  • অ্যাপ্লিকেশন সফটওয়্যার

৩) কম্পিউটার ব্যবহারকারী সফটওয়্যারকে মুছতে পারে।

হার্ডওয়্যার কী বা কাকে বলে?

১) কম্পিউটার বাহ্যিক অবকাঠামো বা বাহ্যিক আকৃতি সম্পন্ন সকল যন্ত্র, যন্ত্রাংশ, ডিভাইস সমূহকে হার্ডওয়্যার বলে।

২) কম্পিউটারের হার্ডওয়্যারকে তিনভাগে ভাগ করা যায়। যথা-

  • ইনপুট যন্ত্রপাতি।
  • প্রসেসিং ইউনিট।
  • আউটপুট যন্ত্রপাতি।

৩) হার্ডওয়্যার হলো কম্পিউটারের যন্ত্রপাতি ।

 

ফার্মওয়্যার কী বা কাকে বলে?

১) কম্পিউটার তৈরি করার সময় উহার মেমরিতে যে সকল প্রোগ্রামসমূহ স্থায়ীভাবে সপ্তাক্ষণ করে দেয়া হয় তাকে ফার্মওয়্যার বলে।

২) ROM BIOS এর মধ্যে যে ডেটা এবং নির্দেশগুলো থাকে তা ফার্মওয়্যার।

৩) কম্পিউটার ব্যবহারকারী ফার্মওয়্যারকে সহজে মুছতে পারে না।

####

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button