সরকারি-বেসরকারি স্কুলে ভর্তির তারিখ প্রকাশ | যা যা কাগজপত্র লাগবে
সরকারি-বেসরকারি স্কুলে ভর্তির তারিখ প্রকাশ
আগামী ১৮ ডিসেম্বর ২০২২ থেকে শুরু হচ্ছে দেশের সরকারি-বেসরকারি স্কুল ভর্তি কার্যক্রম। যা ২১ ডিসেম্বর ২০২২ পর্যন্ত চলবে। তবে, যারা অপেক্ষমান তালিকায় রয়েছে তাদের ভর্তি কার্যক্রম ২২ ডিসেম্বর ২০২২ থেকে ২৭ ডিসেম্বর ২০২২ পর্যন্ত চলবে।
১৪ ডিসেম্বর ২০২২ তারিখে এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি ও বেসরকারি পর্যায়ের ডিজিটাল লটারি ১২ ও ১৩ ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছে। এ লটারির ফলাফল ইতিমধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে প্রেরণ করা হয়েছে। ফলাফল সিট অনুযায়ী আগামী ১৮ থেকে ২১ ডিসেম্বর শিক্ষার্থী ভর্তি করা হবে। এছাড়া, ২২ থেকে ২৭ ডিসেম্বর অপেক্ষমান তালিকায় থাকা শিক্ষার্থী ভর্তি করা হবে।
ভর্তি হতে যা যা লাগবে
১) ভর্তিকালীন নির্বাচিত শিক্ষার্থীদের সকল কাগজপত্র লাগবে। ভর্তির সময় স্কুল কতৃপক্ষ তা পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করবে।
২) শিক্ষার্থীর জন্ম সনদের মূল কপি লাগবে। এছাড়া, পিতা-মাতার জাতীয় পরিচয়পত্রের মূল কপি সাথে আনতে হবে।
৩) কোন শিক্ষার্থী মিথ্যা তথ্য দিয়ে লটারিতে নির্বাচিত হয়ে থাকলে ভর্তি হতে পারবে না।
৪) কোন শিক্ষার্থী অনলাইনে জন্ম নিবন্ধন নম্বর পরিবর্তন করে একাধিকবার নির্বাচিত হয়ে থাকলে ভর্তি হতে পারবে না।
৫) কোট থাকলে কোটার কাগজপত্র সাথে আনতে হবে।
####