সর্বনাম কাকে বলে? সর্বনাম কত প্রকার ও কী কী?

সর্বনামের প্রকারভেদ

সর্বনাম

সর্বনাম কাকে বলে?

যে শব্দ কোনো বিশেষ্যের বদলে ব্যবহৃত হয়, তাকে সর্বনাম বলে। যেমন: শিল্পী ভালো ছাত্রী। তার মেধা খুব তীক্ষ্ণ। তাকে সবাই পছন্দ করে। সে বরাবর ক্লাসে প্রথম হয়।

এখানে সে, তার, তাকে এ শব্দগুলো শিল্পী বিশোষ্যটির বদলে বসেছে, তাই এগুলো সর্বনাম শব্দ। এ জাতীয় শব্দ বিশেষ্য, বিশেষ্যগুচ্ছ কিংবা বিশেষ্যস্থানীয় বাক্যাংশ বা বাক্যের বদলে বসে। সর্ব অর্থাৎ সবার নামের বদলে বসে বলেই এদের নাম সর্বনাম।




নিচে কয়েকপ্রকার সর্বনামের উদাহরণ দেওয়া হল-

ব্যক্তিবাচক সর্বনাম- যে সর্বনাম বাক্যের ব্যাকরণিক পক্ষ বা পুরুষ নিদের্শ করে, তাকে ব্যক্তিবাচক সর্বনাম বলে। বচনভেদে এদের প্রার্থক্য দেখা যায়। যেমন-

একবচন: আমি, আমার, আমাকে, তুমি, তোমরা, তোমাকে, সে, তার, তাকে, তিনি, ভাঁর, তাঁকে।

বহুবচন: আমরা, আমাদের, তোমার, তোমাদের, তোরা, তোদের, আপনার, আপনাদের।

 

নির্দেশক সর্বনাম- যে সর্বনাম বক্তার কাছ থেকে কোনো কিছুর নৈকট্য, দূরত্ব নির্দেশ করে, তাকে নির্দেশক সর্বনাম বলে। যেমন।

একবচন: এ, এর, একে, এ, ও, ওকে, ওই।

বহুবচন: এরা,, এদের, এগুলো, ওসব, ওরা, ওদের।

আরও পড়ুন:

ব্যাকরণিক শব্দশ্রেণি কাকে বলে?

বর্ণ কি বা বর্ণ কাকে বলে? বর্ণ কত প্রকার ও কি কি?

অনির্দেশক সর্বনাম- অনির্দিষ্ট বা পরিচয়হীন কোনো কিছুতে বোঝাতে যে ধরণের সর্বনাম ব্যবহৃত হয়, তাকে অনির্দেশক সর্বনাম বলে। যেমন- কেউ, কেউ কেউ, কিছু, কিছু কিছু, কোথাও।




প্রশ্নবাচক সর্বনাম- প্রত্যক্ষ বা পরোক্ষ প্রশ্ন তৈরির জন্য যে ধরণের সর্বনাম ব্যবহৃত হয়, তাকে প্রশ্নবাচক সর্বনাম বলা হয়। যেমন ।

একবচন- কে, কার, কাকে, কি, কোন, কবে, কখন, কোথায়, কীসের জন্য।

বহুবচন- কারা, কাদের, কে কে, কী কী, তার কার, কোন কোন, কোনগুলো।

আরও পড়ুন:

সমাস কাকে বলে? সমাস কত প্রকার?

বাক্য কাকে বলে? অর্থ অনুসারে বাক্য কয় প্রকার ও কী কী?

আত্মবাচক সর্বনাম- কর্তা নিজেই কোনো কাজ করেছে- এ ভাবটি বোঝানোর ক্ষেত্রে যে ধরণের সর্বনাম ব্যবহৃত হয় তাকে আত্মবাচক সর্বনাম বলে। যেমন-  নিজে নিজে, স্ব স্ব, আপনি, খোদ।

সংযোগবাচক সর্বনাম- এ ধরণের সর্বনাম দুটি বাক্যের সংযোগ ঘটায়। যেমন। যেন, যে, কী।

সাপেক্ষ সর্বনাম- পরস্পর নির্ভরশীল যে যুগল সর্বনাম দুটি বাক্যের মধ্যে সংযোগ স্থাপন করে তাদেরকে সাপেক্ষ সর্বনাম বলে। যেমন -সে যিনি-তিনি যা-তা, যত তত, যেমন-তেমন।

সমষ্টিবাচক সর্বনাম- এ ধরণের সর্বনাম ব্যক্তি, বস্তু বা ভাবের সমষ্টি বোঝায়। যেমন: সব, সমস্ত, সকল।

পারস্পরিক সর্বনাম- দু’পক্ষের সহযোগে বা পারস্পরিক নির্ভরতা বোঝাতে যে সর্বনাম ব্যবহৃত হয় তাতে পারস্পরিক সর্বনাম বলে। যেমন- একে অন্য, পরস্পর, নিজেরা নিজেরা, আপনা-আপনি।




অন্যবাচক সর্বনাম- নিজ ভিন্ন অন্য কোনো অনির্দিষ্ট ব্যক্তিকে বোঝাতে যে সর্বনাম ব্যবহৃত হয়ে থাকে তাকে অন্যবাচক সর্বনাম বলে। যেমন: অনা, পর, অপর, অসুখ, অন্যান্য।

####

 

আজকের এই পোস্ট থেকে আমরা সর্বনাম কাকে বলে? সর্বনাম কত প্রকার ও কী কী? সম্পর্কে জানতে পারলাম। পোস্টটি কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানান। ধন্যবাদ।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button