সাত কলেজে কত আসন ফাঁকা, জানা যাবে ১৬ মার্চ
7college.du.ac.bd
২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সাত সরকারি কলেজে কত আসন ফাঁকা আছে তা আগামী ১৬ মার্চ জানা যাবে। ইতিমধ্যে, কোন কলেজে কত আসন ফাঁকা রয়েছে কলেজ প্রশাসনের কাছে তার তালিকা চেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
শনিবার (১২ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ভর্তি কমিটি সূত্রে এ তথ্য নিশ্চিত করেছে।
ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যেসব শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সাত সরকারি কলেজে ভর্তি হতে আগ্রহী; কিন্তু এখনো দ্বিতীয় কিস্তির টাকা পরিশোধ করেনি তাদেরকে আগামী ১৪ মার্চের মধ্যে দ্বিতীয় কিস্তির টাকা পরিশোধ করতে হবে। না হলে ভর্তি বাতিল বলে গণ্য হবে।
ভর্তি কমিটি সূত্র জানিয়েছে, আগামী ১৬ মার্চ ভর্তি হওয়া শিক্ষার্থী ও ফাঁকা আসনের তালিকা ঢাকা বিশ্ববিদ্যালয়কে পাঠাবে সাত কলেজ কর্তৃপক্ষ। এরপর বিশেষ বিবেচনায় আগামী ২০ মার্চ বিশেষ বিবেচনায় আরও একটি মেধাতালিকা দেয়া হবে। এটিই চূড়ান্ত তালিকা বলে গণ্য হবে।