সাহরি ও ইফতারের সময়সূচি ২০২২ (ডাউনলোড)
Ramadan Calendar 2022
সাহরি ও ইফতারের সময়সূচি ২০২২
০৩ এপ্রিল ২০২২ হলো পবিত্র রমজানের প্রথম দিন। এদিন রাতে সকলেই সেহরি খেয়ে আল্লাহর সানিধ্যে পবিত্র রমজানের প্রথম রোজা পালন করবে। ইতিমধ্যে পবিত্র রমজানে রোজা পালনকারীদের জন্য সাহরি ও ইফতারের সময়সূচি ২০২২ (Ramadan Calendar 2022) প্রকাশ করেছে ইসলামিক ফাউন্ডেশন।
ইসলামিক ফাউন্ডেশনের নির্দেশনা অনুযায়ী, বাংলাদেশে প্রথম রমজানের সাহরির শেষ সময় ভোর ৪:২৭ মিনিট এবং ইফতার ৬:১৯ মিনিটে।
সে অনুযায়ী www.eduwatchbd.com মুসলিম উম্মাহর জন্য সময়সূচি তুলে ধরেছে-
আরও পড়ুন- ইফতারের দোয়া ও ইফতারের সময় করণীয়
সেহরির দোয়া কী?
সেহরির বিশেষ কোনো দোয়া নাই। তবে, রোজা রাখার নিয়তে সাহরি খাওয়া সুন্নত।
আরো পড়ুন- নামাজে মনযোগী হবার সহজ ১০ উপায়
ইফতারের দোয়া-
بسم الله اَللَّهُمَّ لَكَ صُمْتُ وَ عَلَى رِزْقِكَ اَفْطَرْتُ
বাংলা উচ্চারণ – ‘বিসমিল্লাহি আল্লাহুম্মা লাকা ছুমতু ওয়া আলা রিযক্বিকা ওয়া আফত্বারতু।
বাংলা অর্থ- হে আল্লাহ! আমি আপনারই সন্তুষ্টির জন্য রোজা রেখেছি এবং আপনারই দেয়া রিযিজের মাধ্যমে ইফতার করছি। (আবু দাউদ; হাদিস : ২৩৫৮)
2 Comments