১০ ব্যাংকে ২৭৭৫ অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি | বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

বাংলাদেশ ব্যাংক নিয়োগ সার্কুলার ২০২৩

বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ১০টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে অফিসার পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। ৫ জানুয়ারি ২০২২ তারিখে বাংলাদেশ ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইটে (erecruitment.bb.org.bd) এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। প্রকৃত বাংলাদেশী নাগরিকরা এ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন। আজকের পোস্টে এ নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য আপনাদের জানানোর চেষ্টা করবো।

 

১০ ব্যাংক অফিসার পদে নিয়োগ সার্কুলার ২০২৩

  • পদের নাম: ‘অফিসার (জেনারেল)’ (২০২১ সাল ভিত্তিক)।
  • জব আইডি নম্বর: 10181 (আবেদন ফি প্রদানের সময় লাগবে।)
  • বিজ্ঞপ্তি প্রকাশ: ৫ জানুয়ারি ২০২২।
  • আবেদন শেষ: ০৯ ফেব্রুয়ারি ২০২৩ (রাত ১১.৫৯ টা।)
  • আবেদনের মাধ্যম: অনলাইন।
  • আবেদন ফি: ২০০/-।
  • পদ সংখ্যা: ২৭৭৫টি।
  • আবেদনের লিঙ্ক: erecruitment.bb.org.bd
  • অফিশিয়াল ওয়েবসাইট: www.bb.org.bd

 

বাংলাদেশ ব্যাংক নিয়োগ সার্কুলার ২০২৩

১০ ব্যাংক অফিসার পদে পদ সংখ্যা
১০ টি ব্যাংকে মোট ২৭৭৫টি পদে লোকবল নিয়োগ করা হবে।

কোন ব্যাংকে কত পদ

  • সোনালী ব্যাংক লিমিটেড- ১০৫৪টি।
  • অগ্রণী ব্যাংক লিমিটেড- ১০০০টি।
  • জনতা ব্যাংক লিমিটেড- ৩০২টি।
  • রূপালী ব্যাংক লিমিটেড- ১৫টি।
  • বাংলাদেশ কৃষি ব্যাংক লিমিটেড- ২৭৫টি।
  • বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড- ৩৫টি।
  • বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন- ২৪টি।
  • কর্মসংস্থান ব্যাংক লিমিটেড- ৪৫টি।
  • প্রবাসী কল্যাণ ব্যাংক লিমিটেড- ১৯টি।
  • ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ লিমিটেড- ০৬ টি।

 

বেতন স্কেল

১৬০০০-১৬৮০০-১৭৬৪০———৩৮৬৪০টাকা (জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুয়ায়ী)। সাথে অন্যান্য সুবিধা।

 

শিক্ষাগত যোগ্যতা

ক) যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কোন বিষয়ে স্নাতকোত্তর অথবা ৪ বছর মেয়াদী স্নাতক/স্নাতক (সম্মান) ডিগ্রী থাকতে হবে ।

খ) এসএসসি বা সমমান পরীক্ষা এবং তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষাগুলোতে ন্যূনতম ০১ (এক) টিতে প্রথম বিভাগ অথবা শ্রেণী থাকতে হবে। তবে, গ্রেডিং পদ্ধতির ফলের ক্ষেত্রে সরকারী নীতিমালা প্রযোজ্য হবে।

গ) কোন প্রার্থীর কোন পর্যায়েই ৩য় বিভাগ অথবা শ্রেণী থাকতে পারবে না।

ঘ) গ্রেডিং পদ্ধতিতে প্রকাশিত ফলাফলের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের নিয়ম-

এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষার ক্ষেত্রে-

  • জিপিএ ৩.০০ বা তদূর্ধ্ব- প্রথম বিভাগ।
  • জিপিএ ২.০০ থেকে ৩.০০ এর কম- দ্বিতীয় বিভাগ।

অনুমোদিত বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত সিজিপিএ এর ক্ষেত্রে-

  • ৩.০০ বা তদূর্ধ্ব (৪.০০ পয়েন্ট স্কেলে), ৩.৭৫ বা তদূর্ধ্ব (৫.০০ পয়েন্ট স্কেলে)- প্রথম বিভাগ/শ্রেণী।
  • ২.২৫ বা তদূর্ধ্ব কিন্তু ৩.০০ এর কম (৪.০০ পয়েন্ট স্কেলে), ২.৮১৩ বা তদূর্ধ্ব কিন্তু ৩.৭৫ এর কম (৫.০০ পয়েন্ট স্কেলে)- দ্বিতীয় বিভাগ/শ্রেণী।

 

আবেদনের বয়স (২৫/০৩/২০২০ তারিখে)

ক) মুক্তিযোদ্ধার সন্তান, শারীরিক প্রতিবন্ধী বাদে সকল প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩০ বছর।

খ) মুক্তিযোদ্ধার সন্তান, শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর।

 

পরীক্ষার তারিখ ও বিষয়

প্রাথমিকভাবে যোগ্য প্রার্থীদের প্রবেশপত্র ও নির্বাচনী পরীক্ষার তারিখ যথাসময়ে বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট ও দেশের জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি আকারে জানিয়ে দেওয়া হবে। প্রার্থীকে প্রাথমিক নির্বাচনী, লিখিত এবং মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

 

১০ ব্যাংকে ২৭৭৫ অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি
১০ ব্যাংকে ২৭৭৫ অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি
১০ ব্যাংকে ২৭৭৫ অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি
১০ ব্যাংকে ২৭৭৫ অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি

আবেদন ফি ও আবেদনের পদ্ধতি

এ চাকরির জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ২০০/- টাকা (অফেরতযোগ্য)। যা একজন প্রার্থী ডাচ বাংলা ব্যাংকের ‘রকেট” সার্ভিসের মাধ্যমে প্রদান করতে পারবেন।

যেভাবে আবেদন করবেন

আবেদন পদ্ধতি

ক. Online Registration: প্রথমে https://erecruitment.bb.org.bd ওয়েবসাইটে প্রবেশ করে নির্ধারিত ছক পূরণের মাধ্যমে Registration করতে হবে। তারপর আবেদন করতে হবে। আবেদন করার বিস্তারিত নিয়ম ও শর্তাবলী ওয়েবসাইটেই পাওয়া যাবে।

খ. CV ID No.: যারা ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংকের সিস্টেমে অথ্যাৎ উপরের লিঙ্কে প্রবেশ করে Registration করেছেন তারা CV ID No. এবং Password ব্যবহার করে আবেদন করতে পারবেন।

গ. যারা নতুন প্রার্থী তারা https://erecruitment.bb.org.bd এই লিঙ্কে প্রবেশ করে Registration করলে একটি CV ID No. এবং Password দেওয়া হবে। তবে, ভবিষ্যতে ব্যবহারের জন্য তা অবশ্যই সংরক্ষণ করতে হবে ।

ঘ. আবেদনের সময় প্রার্থীর নাম, পিতা-মাতার নাম অবশ্যই এসএসসি/সমমানের সার্টিফিকেট অনুয়ায়ী লিখতে হবে।

ঙ. প্রার্থীর বর্তমান ঠিকানাঃ নিয়োগ সংক্রান্ত চিঠিপত্র পেতে ইচ্ছুক ঠিকানাকে বর্তমান ঠিকানা হিসেবে আবেদনের সময় উল্লেখ করতে হবে।

চ. প্রার্থীর স্থায়ী ঠিকানা: প্রার্থীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কিংবা পৌরসভার মেয়র কিংবা ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত জাতীয়তা সনদে উল্লিখিত স্থায়ী ঠিকানাকে স্থায়ী ঠিকানা হিসেবে উল্লেখ করতে হবে। তবে, বিবাহিত মহিলা প্রার্থীরা স্বামীর ঠিকানাকে নিজের স্থায়ী ঠিকানা হিসেবে উল্লেখ করতে পারবেন। অবিবাহিত কোন মহিলা প্রার্থী আবেদনের পরে বিয়ে করলে যথাযথ প্রমাণ সাপেক্ষে স্থায়ী ঠিকানা পরিবর্তন করতে পারবে।

জ. ছবি (Photo): আগে থেকে যারা https://erecruitment.bb.org.bd ওয়েবসাইটে নিবন্ধন করেছেন তারা নিবন্ধনের সময়ে যে ছবি ব্যবহার করেছেন সেই ছবি দিয়ে আবেদন করতে পারবেন। তবে, নতুন নিবন্ধন করলে প্রার্থীকে অবশ্যই নির্ধারিত স্থানে 600×600 pixel (100 KB এর বেশী নয়) মাপের অনধিক তিন মাস পূর্বে তোলা রঙিন ছবি (সাদা ব্যাকগ্রাউন্ড সম্বলিত) স্ক্যান করে আপলোড করতে হবে। তবে, আপলোডকৃত ছবির মুখ ও কানের উপর আবরণ রাখা যাবে না। সাদাকালো এবং Informal ছবি আপলোড করা যাবে না। যদি কেউ করে তাহলে প্রার্থীতা বাতিল বলে গণ্য হবে ।

ঝ. স্বাক্ষর (Signature): নির্ধারিত স্থানে 300×80 pixel (file size 60 KB এর বেশী নয়) মাপের নিজের স্বাক্ষর স্ক্যান করে আপলোড দিতে হবে। দেওয়ার দেওয়ার সময় অবশ্যই  সাদা কাগজের উপর কালো কালিতে লিখতে হবে।

 

Application Fee Payment পদ্ধতি

  • Payment পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানার জন্য https://erecruitment. bb.org.bd/onlineapp/rocketpreepay.pdf লিঙ্কে প্রবেশ করতে হবে।
  • ডাচ বাংলা ব্যাংকের ‘রকেট’ সিস্টেমে Prepaid পদ্ধতি ব্যবহার করে আবেদন ফি জমা করতে হবে।
  • Prepaid Payment পদ্ধতি: রকেট অ্যাপ্‌স বা ম্যানুয়াল উভয় ক্ষেত্রেই আবেদন ফি প্রদানের ক্ষেত্রে Biller ID হিসেবে Bankers Selection Committee Secretariat অথবা 499 সিলেক্ট করতে হবে। পরবর্তীতে পর্যায়ক্রমে সংশ্লিষ্ট Job ID No, নিজ Cv ID No. এর ১ম অংশ {হাইফেনের (-) আগের অংশ}, ফি এর পরিমাণসহ প্রয়োজনীয় তথ্য ব্যবহার করে ফি প্রদান করতে হবে। ফি প্রদান করলে প্রার্থী মোবাইলের মেসেজ অপশনে একটি Transaction ID (TxnID) নম্বর পাবেন । প্রাপ্ত TxnID নম্বর টি ব্যবহার করে প্রার্থীকে অবশ্যই পৃথকভাবে Payment Verify সম্পন্ন করতে হবে। অন্যথায় আবেদন অসম্পূর্ণ রয়ে যাবে।
  • Payment Verify: ফি প্রদানের পর প্রার্থীকে যে TxnID দেওয়া হবে তা বাংলাদেশ ব্যাংকের erecruitment সাইটের নির্দিষ্ট ফিল্ডে বসিয়ে Payment Verify করতে হবে। কোন প্রার্থী তা না করলে পরবর্তীতে Admit Card ডাউনলোড করতে পারবেন না ।
  • Tracking Page সংগ্রহ : Payment Verify করার পর প্রার্থীকে Tracking ID No. সহ একটি ১টি Tracking Page দেওয়া হবে। এটি ভবিষ্যতে ব্যবহারের জন্য সংরক্ষণ করতে হবে। Tracking Page সংরক্ষণ করলেই প্রার্থীর আবেদন সম্পন্ন হয়েছে বলে বিবেচিত হবে। তবে, নির্ধারিত সময়ের পর কোনো অবস্থাতেই Tracking Page এর Duplicate Copy পাওয়া যাবে না।

 

২৭৭৫ অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি পিডিএফ ডাউনলোড

১০ ব্যাংকে ২৭৭৫ অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিটি ডাউনলোড করতে নিচের ডাউনলোড বাটকে ক্লিক করুন:

 

ডাউনলোড 

 

######

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button