৪৫তম বিসিএসে আবেদন করেছে কতজন?। ৪৫তম বিসিএস পরীক্ষা ২০২২

৪৫তম বিসিএসে মোট আবেদন কত?

৪৫তম বিসিএসে আবেদন করেছে প্রায় তিন লাখ

৪৫তম বিসিএসের আবেদন ইতিমধ্যে শেষ হয়েছে। এ বিসিএসের আওতায় আবেদন করেছেন তিন লাখের অধিক প্রার্থী। সরকারি কর্ম কমিশন (পিএসসি) সূত্রে এতথ্য জানা গেছে।

পিএসসি জানায়, গত ৩০ নভেম্বর সরকারি কর্ম কমিশনের (পিএসসি) অফিশিয়াল ওয়েবসাইটে ৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। শুরুর দিকে অনেক কম আবেদন জমা পড়ে। তবে, শেষ দিনেও অনেক আবেদন জমা পড়ছে।

সূত্র জানায়, গত ছয় বছরে ছয়টি সাধারণ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পিএসসি। এর মধ্যে এবার ৪৫তম বিসিএসে সবচেয়ে কম আবেদন জমা পড়েছে।  এ বিসিএসে আবেদনকারীর সংখ্যা মাত্র ৩ লাখ ১৮ হাজার। গত বিসিএসের চেয়ে ৩২ হাজার ৭১৬টি আবেদন কম পড়েছে বলে পিএসসি সূত্রে জানা গেছে।

পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আনন্দ কুমার বিশ্বাস জানান, ৪৫তম বিসিএসে আবেদনের সময়সীমা বাড়ানো হবেনা। তবে, আবেদনের ৭২ ঘণ্টা পর্যন্ত আবেদন ফি জমা দেওয়া যাবে। তিনি আরও বলেন, এ বিসিএসে আবেদনকারীর সংখ্যা মাত্র ৩ লাখ ১৮ হাজার।

৪৫তম বিসিএসে মোট ২ হাজার ৩০৯ জন ক্যাডার নিয়োগ করা হবে। এবার প্রথমবারের মতো ক্যাডার পদের পাশাপাশি নন-ক্যাডার পদের সংখ্যা উল্লেখ কিরে বিজ্ঞপ্তি দিয়েছে সরকারি কর্ম কমিশনের (পিএসসি)। প্রার্থীরা ক্যাডার পদের পাশাপাশি নন-ক্যাডার পদেও পছন্দের তালিকা দিতে পারবেন।

 

৪৫তম বিসিএস সার্কুলার ২০২২

  • বিজ্ঞপ্তি প্রকাশ- ৩০ নভেম্বর ২০২২।
  • আবেদন গ্রহণ শুরু – ১০ ডিসেম্বর ২০২২ (সকাল-১০টা)।
  • আবেদন গ্রহণ শেষ- ৩১ ডিসেম্বর ২০২২ (সন্ধ্যা ৬.০০টা)।
  • আবেদনের মাধ্যম- অনলাইন।
  • বিজ্ঞপ্তি লিংক:bpsc.gov.bd
  • আবেদনের লিংক:http://bpsc.teletalk.com.bd

 

৪৫তম বিসিএসের আবেদনের ফি

৪৫তম বিসিএসের আবেদনের ফি ৭০০ টাকা। তবে যাদের কোটা রয়েছে তাদের জন্য ফি নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা।

 

আরও পড়ুন: ৪৫তম বিসিএস বিজ্ঞপ্তি ২০২২

 

৪৫তম বিসিএসে পদ সংখ্যা

  • ক্যাডার পদে- ২ হাজার ৩০৯ জন।
  • নন-ক্যাডার পদে- ১ হাজার ২২ জন।

৪৫ তম বিসিএসে কোন ক্যাডারে কত পদ

  • বিসিএস প্রশাসন- ২৭৪ জন।
  • বিসিএস কাস্টমস ৫৪ জন।
  • বিসিএস পুলিশ ৮০ জন।
  • বিসিএস আনসার ২৫ জন।
  • বিসিএস কর ক্যাডার ৩০ জন।
  • বিসিএস স্বাস্থ্য- ৫৩৯ জন। (সহকারী সার্জন ৪৫০ জন ও ডেন্টাল সার্জন ৮৯ জন।)
  • বিসিএস নীরিক্ষা ও হিসাব- ২০।
  • বিসিএস পররাষ্ট্র -১০ জন।
  • বিসিএস রেল- ০৪ জন।
  • বিসিএস শুল্ক ও আবগারি- ৫৪
  • বিসিএস ডাক- ০৪ জন।
  • বিসিএস সমবায়- ০৮ জন।
  • বিসিএস পরিবার পরিকল্পনা- ১২ জন।
  • বিসিএস রেলওয়ে প্রকৌশল- ০৪ জন।
  • বিসিএস খাদ্য- ০৩ জন।
  • বিসিএস বন সংরক্ষণ- ০৪ জন।
  • বিসিএস পশু সম্পদ- ২৮ জন।
  • বিসিএস সড়ক ও জনপথ- ১১ জন।
  • বিসিএস গণর্পূত- ০৯ জন।
  • বিসিএস কৃষি- ১৬২ জন।
  • বিসিএস মৎস্য-৩২ জন।
  • বিসিএস পরিসংখ্যান- ০৫ জন।
  • বিসিএস শিক্ষা- ৪৩৭ জন।

 

৪৫ তম বিসিএস পরীক্ষার তারিখ

৪৫ তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা হবে ২০২৩ সালের মার্চ মাসের ২য় সপ্তাহে (সম্ভাব্য)।

 

পরীক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য

বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা

  • পরীক্ষা অনুষ্ঠিত হব- Multiple Choice Question (MCQ) পদ্ধতিতে।
  • মোট নম্বর থাকবে- ২০০ (দুইশত) নম্বর।
  • প্রতিটি প্রশ্নের মান- ১ (এক) নম্বর।
  • প্রতি ভুল উত্তরে কাটা যাবে- আধা (০.৫০) নম্বর।
  • পরীক্ষার সময়- ২(দুই) ঘণ্টা।

 

প্রিলিমিনারি টেস্টের বিষয় ও নম্বর বণ্টন

  • বাংলা ভাষা ও সাহিত্য- ৩৫ নম্বর।
  • ইংরেজি ভাষা ও সাহিত্য- ৩৫ নম্বর।
  • বাংলাদেশ বিষয়াবলি- ৩০ নম্বর।
  • আন্তর্জাতিক বিষয়াবলি- ২০ নম্বর।
  • সাধারণ বিজ্ঞান- ১৫ নম্বর।
  • ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা- ১০ নম্বর।
  • কম্পিউটার ও তথ্য প্রযুক্তি- ১৫ নম্বর।
  • মানসিক দক্ষতা- ১৫ নম্বর।
  • গাণিতিক যুক্তি- ১৫ নম্বর।
  • নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন- ১০ নম্বর।

 

৪৫ তম বিসিএস লিখিত পরীক্ষার সিলেবাস

৪৫ তম বিসিএস এর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ১১০০ নম্বরে। নিম্নে বিষয় ভিত্তিক আলোচনা করা হলো।

সাধারণ ক্যাডারের জন্য

  • বাংলা- ১০০ নম্বর।
  • ইংরেজি- ২০০ নম্বর।
  • বাংলাদেশ বিষয়াবলি- ২০০ নম্বর।
  • আন্তর্জাতিক বিষয়াবলি- ২০০ নম্বর।
  • সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি- ১০০ নম্বর।
  • গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা- ১০০ নম্বর।

 

প্রফেশনাল বা টেকনিক্যাল ক্যাডারের জন্য

  • বাংলা- ১০০ নম্বর।
  • ইংরেজি- ২০০ নম্বর।
  • বাংলাদেশ বিষয়াবলি- ২০০ নম্বর।
  • আন্তর্জাতিক বিষয়াবলি- ১০০ নম্বর।
  • সংশ্লিষ্ট পদ বা সার্ভিসের জন্য প্রাসঙ্গিক বিষয়- ২০০ নম্বর।
  • মৌখিক পরীক্ষা- ২০০ নম্বর।

 

৪৫ তম বিসিএস লিখিত পরীক্ষার সিলেবাস

৪৫ তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পর লিখিত পরীক্ষার বিষয়ভিত্তিক সিলেবাস ও পদ-সংশ্লিষ্ট বিষয়ের সিলেবাস পিএসসির ওয়েবসাইট (www.bpsc.gov.bd) এ পাওয়া যাবে।

 

৪৫ তম বিসিএস লিখিত পরীক্ষার তারিখ

৪৫ তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পর পিএসসির ওয়েবসাইটে লিখিত পরীক্ষার তারিখ প্রকাশ করা হবে।

 

কোন বিসিএসে কত পদ

  • ৩৫তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে পদ ১ হাজার ৮০৩টি
  • ৩৬তম বিসিএসে পদ ২ হাজার ১৮০টি
  • ৩৭তম বিসিএসে ১ হাজার ২২৬টি
  • ৩৮তম বিসিএসে ২ হাজার ২৪টি
  • ৪০তম বিসিএসে পদ ১ হাজার ৯০৩টি
  • ৪১তম বিসিএস ক্যাডার পদ ২ হাজার ১৩৫টি
  • ৪৩তম বিসিএস ক্যাডার পদ ১ হাজার ৮১৪টি
  • ৪৪তম বিসিএস ক্যাডার পদ ১ হাজার ৭১০টি
  • ৪৫তম বিসিএসে ক্যাডার পদ ২৩০৯টি

##########

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button