খুলনা বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২০২১
২০২০-২১ শিক্ষাবর্ষের খুলনা বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। খুলনা বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২১ খুলনা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (kuadmission.online ) এ প্রকাশ করা হয়। আজ আমরা এই পোস্টের মাধ্যমে খুলনা বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২১ সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করবো।
খুলনা বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২১
খুলনা বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২১ |
প্রতিষ্ঠানের নাম- খুলনা বিশ্ববিদ্যালয় ভর্তি আবেদন শুরু- ১৫/১১/২০২১ ভর্তি আবেদন শেষ- ২৮/১১/২০২১ ভর্তি আবেদন লিংক- kuadmission.online ভর্তি আবেদন ফি- ৫০০টাকা। |
ভর্তি আবেদনের নূন্যতম যোগ্যতা-
ক) ২০১৬ বা তার পরবর্তিতে এসসসি বা সমমান পাশ।
খ) ২০১৯ বা ২০২০ সালে এইচএসসি বা সমমান পাশ।
ভর্তির প্রাথমিক যোগ্যতা-
ক) ২০২১-২১ শিক্ষাবর্ষে GST গুচ্ছভুক্ত স্নাতক সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় আবেদনকারীকে ফলাফল প্রাপ্ত হতে হবে।
খ) ভর্তি সংক্রান্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের নির্দেশনা অনুযায়ী অনলাইনে আবেদন করতে হবে।
ইউনিট ভিত্তিক বিষয়গত যোগ্যতা-
ক ইউনিট –
বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুল
নূন্যতম যোগ্যতা: এইচএসসি বা সমমান পরীক্ষায় পৃথকভাবে গনিতে ৪.০ এবং প্রদার্থ বিজ্ঞানে ৪.০, রসায়নে ৪.০ এবং ইংরেজিতে ৩.৫ পেতে হবে।
জীববিজ্ঞান স্কুল:
নূন্যতম যোগ্যতা: এইচএসসি বা সমমান পরীক্ষায় পৃথকভাবে গনিতে ৪.০, জীববিজ্ঞানে ৪.০, প্রদার্থ বিজ্ঞানে ৪.০, রসায়নে ৪.০ এবং ইংরেজিতে ৩.৫ পেতে হবে।
খ ইউনিট-
কলা ও মানবিক স্কুল
নূন্যতম যোগ্যতা: ২০২০-২১ শিক্ষাবর্ষে অনুষ্ঠিত GST পরীক্ষায় অংশগ্রহনকারী সকল ইউনিটের শিক্ষার্থী। তবে, এ ইউনিটে ভর্তি হতে হলে এইচএসসি বা সমমান পরীক্ষায় বাংলা ও ইংরেজিতে পৃথকভাবে নূত্যতম ৩.৫ থাকতে হবে। তবে, ইতিহাস ও সভ্যতা বিভাগে ভর্তি হতে হলে হলে এইচএসসি বা সমমান পরীক্ষায় বাংলা ও ইংরেজিতে পৃথকভাবে নূত্যতম ৩.০ থাকতে হবে। বাংলায় ভর্তি হতে হলে ভর্তি পরীক্ষায় বাংলায় ৪০% নম্বর পেতে হবে। ইংরেজিতে ভর্তি হতে হলে ভর্তি পরীক্ষায় ইংরেজিতে ৪০% নম্বর পেতে হবে।
সামাজিক বিজ্ঞান স্কুল
নূন্যতম যোগ্যতা: ২০২০-২১ শিক্ষাবর্ষে অনুষ্ঠিত GST পরীক্ষায় অংশগ্রহনকারী সকল ইউনিটের শিক্ষার্থী। এইচএসসি সমমান পরীক্ষায় বাংলা ইংরেজিতে পৃথকভাবে ৩.৫।
আইন স্কুল
নূন্যতম যোগ্যতা: ২০২০-২১ শিক্ষাবর্ষে অনুষ্ঠিত GST পরীক্ষায় অংশগ্রহনকারী সকল ইউনিটের শিক্ষার্থী। এইচএসসি সমমান পরীক্ষায় বাংলা ইংরেজিতে পৃথকভাবে ৩.৫।
শিক্ষা স্কুল
নূন্যতম যোগ্যতা: ২০২০-২১ শিক্ষাবর্ষে অনুষ্ঠিত GST পরীক্ষায় অংশগ্রহনকারী সকল ইউনিটের শিক্ষার্থী। এইচএসসি বা সমমান পরীক্ষায় বাংলা ইংরেজিতে পৃথকভাবে ৩.০।
গ ইউনিট-
ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুল
নূন্যতম যোগ্যতা: ২০২০-২১ শিক্ষাবর্ষে অনুষ্ঠিত GST পরীক্ষায় অংশগ্রহনকারী সকল ইউনিটের শিক্ষার্থী। তবে, এ ইউনিটে ভর্তি হতে হলে এইচএসসি বা সমমান পরীক্ষায় ইংরেজিতে নূত্যতম ৩.৫ থাকতে হবে।
ঘ ইউনিট
চারুকলা স্কুল
নূন্যতম যোগ্যতা: ২০২০-২১ শিক্ষাবর্ষে অনুষ্ঠিত GST পরীক্ষায় অংশগ্রহনকারী সকল ইউনিটের শিক্ষার্থী।
খুলনা বিশ্বিবিদ্যালয়ের বিভিন্ন ইউনিটে আসন সংখ্যা
খুলনা বিশ্ববিদ্যালয়ে মোট চারটি ইউনিট রয়েছে। সেগুলো হলো- ক ইউনিট – খ ইউনিট – গ ইউনিট – ঘ ইউনিট ।
এ চারটি ইউনিটে মোট আসন সংখ্যা- ১১৬৯
যে কোন প্রয়োজনে যোগাযোগ-
১. 01703611109
২. 01712359608
৩. 01556327406
(সকাল ৯:০০ টা হতে বিকাল ৫:০০ টা পর্যন্ত)।
খুলনা বিশ্ববিদ্যালয় সর্বশেষ ভর্তি সার্কুলার ২০২০-২১
২০২০-২১ শিক্ষাবর্ষের খুলনা বিশ্বিবিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তির সার্কুলার ডাউনলোড করতে চাইলে নিচের ‘খুলনা ভর্তি বিজ্ঞপ্তি’ ডাউনলোড অপশন থেকে ডাউনলোড করে নিন।
খুলনা বিশ্ববিদ্যালয় ভর্তি সার্কুলার ২০২০-২১
সমাপ্ত
রিলেটেড সার্চ: খুলনা বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য ২০২০-২০২১। খুলনা বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য ২০২১-২০২২। খুলনা বিশ্ববিদ্যালয় ভর্তি সার্কুলার ২০২১। খুলনা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা। খুলনা বিশ্ববিদ্যালয় ভর্তি আবেদন। খুলনা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্ন। খুলনা বিশ্ববিদ্যালয় ভর্তি প্রশ্ন। খুলনা বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য। খুলনা বিশ্ববিদ্যালয় ভর্তি। খুলনা বিশ্ববিদ্যালয় ভর্তি যোগ্যতা। খুলনা বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০১৯-২০২০। খুলনা বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য ২০১৯-২০২০। খুলনা বিশ্ববিদ্যালয় ভর্তি যোগ্যতা ২০১৯-২০২০। খুলনা বিশ্ববিদ্যালয় ভর্তি নির্দেশিকা। খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা। খুলনা বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি। খুলনা বিশ্ববিদ্যালয়ভর্তি বিজ্ঞপ্তি 2020-21। খুলনা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স ভর্তি। খুলনা বিশ্ববিদ্যালয় ভর্তি সার্কুলার। খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি 2020-21।